Daffodil International University

Religion & Belief (Alor Pothay) => Islam => Allah: My belief => Topic started by: Khan Ehsanul Hoque on October 22, 2022, 12:45:51 AM

Title: ক্যামেরার আওতায়
Post by: Khan Ehsanul Hoque on October 22, 2022, 12:45:51 AM
একটা ক্যামেরা আপনাকে সবসময় রেকর্ড করে চলছে

মনে করুন, একটা ক্যামেরা আপনাকে সবসময় রেকর্ড করে চলছে । আপনার দিনের ২৪ ঘন্টার প্রতিটি সেকেন্ড এটা রেকর্ড করে চলছে। আপনি যা-ই করেন না কেন, যা-ই চিন্তা করেন না কেন সবকিছু। চিন্তা করে দেখুন, জীবন কেমন হবে তখন।

টয়লেটে গেলে, স্ত্রীর সাথে থাকলে, নিজের বাচ্চাদের সাথে থাকলে, যার সাথেই থাকেন না কেন, যা কিছুই বলেন না কেন, যা কিছুই চিন্তা করেন না কেন সবকিছু এই ক্যামেরার আওতায়। জীবনটা কেমন হবে তখন? এমন অবস্থায় জীবন যাপন করতে পারবেন?

সত্য কথা হলো, আমরা আসলেই এমন একটা ক্যামেরার আওতায়। আর এই ক্যামেরা মানুষের উপলব্ধির চেয়েও অনেক অনেক বেশি শক্তিশালী। আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের প্রতিটি কর্ম, আমাদের উচ্চারিত প্রতিটি শব্দ, এমনকি আমাদের চিন্তাগুলোও নিখুঁতভাবে রেকর্ড করা হচ্ছে। কোনো কিছুই বাদ পড়ছে না।

এই রেকর্ড কেন রাখা হচ্ছে? রেকর্ড তো রাখা হয় পরে একসময় এটাকে ব্যবহার করার জন্য। একদিন এই রেকর্ড আমাদের বিচারের জন্য ব্যবহার করা হবে।

বুঝতে চেষ্টা করুন, আপনাকে এই পৃথিবীতে রাখা হয়েছে পরীক্ষা করার জন্য। আপনার চারপাশে যা কিছু আছে, জীবনে যা কিছু আপনাকে দেওয়া হয়েছে, যত মানুষ আপনার জীবনের অংশ সবকিছু এই পরীক্ষায় সহোযোগিতা করার জন্য।

প্রতিটি সিঙ্গল মুহূর্তে আপনাকে পর্যবেক্ষণ করা হচ্ছে, সাক্ষ্য রাখা হচ্ছে সবকিছুর। একদিন আপনি বিচারের সম্মুখীন হবেন।

এ জন্যই কুরআন এ কথাগুলো বারবার বলে গেছে। আপনার চিন্তাভাবনা থেকে সকল কুয়াশা দূর করার জন্য।  আপনাকে পরিষ্কার একটি ধারণা প্রদান করার জন্য।

- ড. আকরাম নদভী

[ এই রেকর্ডের ব্যাপারটাকে দুই দৃষ্টিতেই দেখা যায়। ভয়ের দৃষ্টি এবং আশার দৃষ্টি। ভয়ের ব্যাপারটাতো সুস্পষ্ট। কিন্তু আশার ব্যাপারটার কথা অনেকেই ভুলে যায়। আপনার খারাপ কাজগুলো যেমন রেকর্ড করা হচ্ছে তেমনি আপনার প্রতিটি ভাল কাজেরও রেকর্ড রাখা হচ্ছে। ভালো কাজগুলোর প্রতিদান দুনিয়াতে পাওয়া না গেলেও ইনশাআল্লাহ পরকালে আমি আমার প্রতিটি ভালো কাজ দেখতে পাবো এবং ইনশাআল্লাহ আল্লাহ আমাকে পুরস্কৃত করবেন। তাই ভালো কাজে সময় ব্যয় করুন এই চিন্তায় যে ইনশাআল্লাহ এটার রেকর্ড আমলনামায় রাখা হচ্ছে। কেয়ামতের দিন আমি আমি আমার সকল ভালো কাজ দেখতে পাবো, একটাও বাদ যাবেনা। ]

Source: https://www.facebook.com/NAKBangla