Daffodil International University

Religion & Belief (Alor Pothay) => Islam => Allah: My belief => Topic started by: Khan Ehsanul Hoque on October 23, 2022, 10:11:47 AM

Title: শেষ বিচারের দিনের একটি নাম
Post by: Khan Ehsanul Hoque on October 23, 2022, 10:11:47 AM
শেষ বিচারের দিনের একটি নাম

শেষ বিচারের দিনের একটি নাম হলো ইয়াওমাত তাগাবুন। শব্দটি এসেছে 'গাবানা' থেকে। গাবানা অর্থ ব্যবসায়িক লেনদেনে কাউকে প্রতারিত করা। আল-গুবন অর্থ প্রতারণা। কেউ একজন প্রতারিত হওয়ার কারণে দারুন ক্ষতিগ্রস্ত হলো। এখন, তাগাবুন অর্থ পারস্পরিক প্রতারণা। আরবি ব্যাকরণের 'তাফাউল' ওজনে এসেছে। এই একই নিয়মে আসা অন্য একটি শব্দ হলো তাকাতালা। মানে, দুই ব্যক্তি পরস্পরকে হত্যা করতে চাইছে। 

তাহলে তাগাবুন মানে, দুই ব্যক্তি একে অন্যকে ঠকাচ্ছে।
তাহলে শেষ বিচারের দিনকে কেন ইয়াওমাত তাগাবুন বলা হয়? আমাদের আলেমরা এর অনেকগুলো ব্যাখ্যা দিয়েছেন। তার মাঝে একটি হলো- সে দিন পুরস্কার এবং শাস্তির পার্থক্য হবে অবর্ণনীয়। জান্নাতের মানুষেরা অনন্তকাল ধরে সুখে শান্তিতে বসবাস করতে থাকবে। আর দোজখের মানুষেরা দোজখে যাচ্ছে। এ দুইটার মাঝে তো কোনো তুলনা চলে না। যেন যারা জান্নাত ক্রয় করতে পারেনি তারা দারুণভাবে ঠকে গেছে। যারা ব্যর্থ হয়েছে সীমাহীনভাবে ব্যর্থ হয়েছে। আর যারা উত্তীর্ণ হয়েছে অকল্পনীয় পুরস্কার পেয়ে উত্তীর্ণ হয়েছে। এর আরেকটি ব্যাখ্যা হলো- এই দুনিয়াতে একদল মানুষ অন্যদের প্রতারিত করছে। কিয়ামতের দিন তাদের এই প্রতারণা প্রকাশিত হয়ে পড়বে। তারা মানুষদের বলছে, ইসলামে বিশ্বাস করো না, আমরাই স্বর্গে যাবো। আল্লাহকে অস্বীকার করো। তোমার কোনো ক্ষতি হবে না। মিথ্যা ধর্মে বিশ্বাস করো। তোমার কোনো ক্ষতি হবে না। তারা পরস্পর একে অন্যকে ঠকাচ্ছে। কিন্তু, শেষ বিচারের দিন তারা তাদের এই প্রতারণা প্রত্যক্ষ করবে।
তৃতীয় আরেকটি অভিমত হলো- সেদিন মনে হবে ব্যক্তি নিজেই নিজেকে  ঠকালো, নিজেকেই প্রতারিত করল। অন্য কথায়, তোমার তো নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার নিকট বিক্রি করার কথা। وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ - “আর মানুষের মধ্যে এমন লোকও আছে যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজকে বিকিয়ে দেয়। ” (2:207) তোমার তো নিজেকে বিক্রি করার কথা। মানে, তোমার কাজ-কর্ম, লেনদেন সব আল্লাহর বিধান অনুযায়ী হওয়ার কথা এবং এর বিনিময়ে জান্নাত ক্রয় করার কথা। হাদিসে এসেছে -  أَلاَ إِنَّ سِلْعَةَ اللَّهِ غَالِيَةٌ أَلاَ إِنَّ سِلْعَةَ اللَّهِ الْجَنَّةُ - "জেনে রাখ, আল্লাহ তা'আলার পণ্য খুবই দামী। জেনে রাখ, আল্লাহ্ তা'আলার পণ্য হলো জান্নাত।"  আমাদেরকে সেই জান্নাত ক্রয় করতে হবে। আল্লাহ বলেন - إِنَّ اللَّهَ اشْتَرَىٰ مِنَ الْمُؤْمِنِينَ أَنفُسَهُمْ وَأَمْوَالَهُم بِأَنَّ لَهُمُ الْجَنَّةَ - “নিশ্চয় আল্লাহ মুমিনদের থেকে তাদের জান ও মাল ক্রয় করে নিয়েছেন (এর বিনিময়ে) যে, তাদের জন্য রয়েছে জান্নাত।”  (9:111) তাহলে, জান্নাত পাওয়ার উদ্দেশ্যে আপনার কর্ম বিক্রি করবেন। আর অবশ্যই আমাদের বিক্রি করা আল্লাহর প্রয়োজন নেই। তিনি শুধু আমাদের প্রতি মহানুভবতা দেখাচ্ছেন। মূল প্রেরণা হল আপনার কাজগুলো বিক্রি করবেন আর বিনিময়ে জান্নাতে লাভ করবেন।
তাহলে এখন দেখুন। তার কী পরিণতি হবে যে এই দুনিয়ার জন্য এই দুনিয়া বিক্রি করল? সে এই দুনিয়াও পেল না এবং আখেরাতও পেল না। এটা এমন যেন সে তার নিজেকেই প্রতারিত করল, নিজেকেই ঠকালো।
তাহলে তাগাবুনের তৃতীয় অর্থ হল ব্যক্তিটি বিচারের দিন জান্নাত পেল না। সে তার সারাটা জিন্দেগী মিথ্যা মোহের পেছনে কাটিয়ে দিল। সে নিজেকেই প্রতারিত করল। শেষ বিচারের দিন সে তার নিজের প্রতারণার ফলাফল দেখতে পাবে। তাই, আল্লাহ শেষ বিচারের দিনকে 'ইয়াওমাত তাগাবুন' নামে অভিহিত করেছেন।
- ইয়াসির কাদি

Source: https://www.facebook.com/NAKBangla/