Daffodil International University

Health Tips => Health Tips => Thyroid => Topic started by: taslima on November 12, 2022, 12:25:31 PM

Title: হোমিওপ্যাথিতেও কমতে পারে -থাইরয়েড
Post by: taslima on November 12, 2022, 12:25:31 PM
থাইরয়েড: থাইরয়েড গ্রন্থির যেকোন সমস্যায় হোমিওপ্যাথি চিকিৎসা অব্যর্থ। থাইরয়েড হরমোনের কম ক্ষরণে হয় হাইপো থাইরয়েড। বেশি ক্ষরণে হাইপার থাইরয়েড। এই দুই ক্ষেত্রেই থাইরয়েড গ্রন্থি বৃদ্ধি পেতে পারে। একে গয়টার বলে। থাইরয়েড গ্রন্থিতে টিউমার হলে বা কোনও লক্ষণ ছাড়াই রক্ত পরীক্ষায় থাইরয়েড হরমোনের অস্বাভাবিক মাত্রা ধরা পড়লে হোমিওপ্যাথিতে চিকিৎসা খুবই উপকারী।

অব্যর্থ ওষুধ:

হাইপো থাইরয়েডিজমের কিছু ওষুধ- Calcarea carb, Scpia, Lycopodium, Graphities, Nux.Vomica

হাইপার থাইরয়েডিজমের কিছু ওষুধ: Calcarea Phos, Iodium, Thyroidinum, Spongia, Calcarea.iod


https://www.sangbadpratidin.in/lifestyle/allopathy-failed-try-homeopathy-to-cure-diabetes-asthma-and-thyroid/