Daffodil International University

Religion & Belief (Alor Pothay) => Islam => Various Sura & Dua => Topic started by: Khan Ehsanul Hoque on November 12, 2022, 12:51:11 PM

Title: অশান্ত মনকে শান্ত করার উপায়
Post by: Khan Ehsanul Hoque on November 12, 2022, 12:51:11 PM
অশান্ত মনকে শান্ত করার উপায়
অশান্ত মনকে শান্ত করার জন্য নিম্নোক্ত দু'আটি অর্থের দিকে খেয়াল রেখে বেশি বেশি পড়তে পারেন।
সাথে অধিক পরিমাণে ইস্তেগফার, দুরুদ শরীফ আর দু'আ ইউনুস পড়বেন।
ইনশাআল্লাহ্ ফলাফল নিজ চোখেই দেখতে পাবেন।
ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺃَﻧْﺖَ ﺍﻟﺴَّﻼَﻡُ ﻭَﻣِﻨْﻚَ ﺍﻟﺴَّﻼَﻡُ ﺗَﺒَﺎﺭَﻛْﺖَ ﻳَﺎ ﺫَﺍ ﺍﻟْﺠَﻼَﻝِ ﻭَﺍﻟْﺈِﻛْﺮَﺍﻡِ
“আল্ল-হুম্মা আংতাস সালামু ওয়া মিংকাস সালামু তাবারক্তা ইয়া যাল-জালা-লী ওয়াল ইকরম”।
অর্থ : হে আল্লাহ্! আপনি শান্তিময়। আপনার কাছ থেকেই শান্তি অবতীর্ণ হয়। আপনি বরকতময়,
হে মর্যাদা ও সম্মানের অধিকারী।
(মুসলিম ১/২১৮, আবু দাউদ ১/২২১)

Source: https://www.facebook.com/groups/255085442843062