Daffodil International University
Religion & Belief (Alor Pothay) => Islam => Various Sura & Dua => Topic started by: Khan Ehsanul Hoque on November 12, 2022, 01:18:54 PM
-
ঋন মুক্তির দোয়া
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কেহ যদি এই দোয়াটি নিয়মিত পড়ে, তাহলে তার যদি পাহাড় সমান ঋণের বোঝাও হয়, আল্লাহ পাক সেই ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন এবং হালাল রিযিকে বরকত দান করবেন এবং হারাম রিযিক হতে বাচিঁয়ে রাখবেন।
দোয়াটি হলো
♦ ঋণ মুক্তির দোয়া
اَللَّهُمَّ اكْفِنِىْ بِحَلاَ لِكَ عَنْ حَرَامِكَ وَاَغْنِنِىْ بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ
আল্লাহুম্মাক ফিনি বি হালা-লিকা 'আন হারা-মিকা ওয়াগনীনী বিফাদ্বলিকা 'আম্মান সিওয়াক [তিরমিযি ৩৫৬৩, আহমদ ১৩২১]
আমাদের সবাইকে এই আমল করার তওফিক দান করুন। আমীন।
Source: https://www.facebook.com/groups/255085442843062