Daffodil International University

Religion & Belief (Alor Pothay) => Islam => Allah: My belief => Topic started by: Khan Ehsanul Hoque on November 13, 2022, 12:56:22 PM

Title: নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, আর বেশি বেশি সাদাকা করুন।
Post by: Khan Ehsanul Hoque on November 13, 2022, 12:56:22 PM
নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, আর বেশি বেশি সাদাকা করুন।

মানুষের চলার পথে গুনাহ হবেই। গুনাহ হলে করণীয় কি সেই গুনাহে অটল থাকা। না! বরং তওবা করা, ভালো কাজ করা ও দান সাদাকা করা কেননা — ‘দান বা সাদাকা গুনাহ মিটিয়ে ফেলে, যেমন পানি আগুনকে নিভিয়ে ফেলে।’ [সহীহুল জামে : ৫১৩৬]

নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, আর বেশি বেশি সাদাকা করুন।
“সাদাকা বলতে শুধু কাউকে টাকা দিয়ে সাহায্য করা নয় বরং সাদাকা বলতে বুঝায় অন্যের মুখে হাসি ফুটানো, রাস্তা থেকে বিপদজ্জনক কোন বস্তু সরিয়ে দেওয়া, ভালো কাজের আদেশ দেওয়া, অসৎকাজে বাধা দেওয়া তৃষ্ণার্ত কোন ব্যক্তিকে পানি পান করানো, পথহারা কোন পথিককে সঠিক পথের নির্দেশ দেওয়া।” [বুখারী : ৮৩১]

Source: https://www.facebook.com/groups/porokalerjotochinta02/permalink/437968418505465/