Daffodil International University

Religion & Belief (Alor Pothay) => Islam => Allah: My belief => Topic started by: Khan Ehsanul Hoque on November 13, 2022, 01:12:02 PM

Title: তোমার রব তোমাকে এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে।
Post by: Khan Ehsanul Hoque on November 13, 2022, 01:12:02 PM
তোমার রব তোমাকে এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে।

যদি দিনের-পর-দিন সেজদায় আর দোয়ায় কাঁদতে কাঁদতে তোমার চোখের পানি শুকিয়ে যায়, যদি গভীর রাতে তাহাজ্জুদের জায়নামাজে অতি বিনয়ী ও বিশ্বাসী হয়ে দোয়া করেই যাও, তার পরেও যদি তোমার মনের চাওয়া গুলো অপূর্ণই থেকে যায়, যদি আরশে আজিম থেকে কোনো ফয়সালা না আসে।
যদি তোমার ডাকে তোমার প্রভুর সাড়া না দেয়,
তবুও হাল ছেড়ে দিও না হে মুমিন।
ধৈর্য্য হারা হয়ে যেও না হে ধৈর্যশীল ।
তবুও যেন হতাশ হয়ে যেও না হে বিশ্বাসী।
তোমার রবের পক্ষ থেকে সাহায্য আসবে, আসবেই।

তুমি কি ভরসা করো না হে মুমিন !
তিনি পরম করুণাময় ও অসীম দয়ালু ।
তুমি কি জানো না ! হে মুমিন, তিনি সমস্ত চাওয়া-পাওয়া গুলো পূরণ করার ক্ষমতা রাখেন,

তিনিই তো তোমার মালিক, যিনি তোমাকে ভালোবেসে সৃষ্টি করেছেন।
তবে এত সংশয় কিসের ? মনে রেখো, দোয়া করাটাই দোয়া কবুলের পূর্বাভাস।

তুমি কি জানো না, যে কষ্টের পরে রয়েছে স্বস্তি, দুখের পরেই আসে সুখ।
তোমার রব জানে তোমার মন কি চায়।
*
তোমার রব তোমাকে এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে।
রবের প্রতি বিশ্বাসে অটল থাকো।
বিশ্বাস রাখো, ধৈর্য ধারণ করো জয় তোমারই হবে।
ইনশাআল্লাহ ।

Source: https://www.facebook.com/groups/porokalerjotochinta02/permalink/434538698848437/