Daffodil International University

Faculty of Engineering => Economics, Accounting & Marketing for Textiles => Textile Engineering => RMGExport => Topic started by: frahmanshetu on November 23, 2022, 03:55:43 PM

Title: ৫০০ কোটি ডলারের গ্যাস দেন, দেড় হাজার কোটি ডলারের রপ্তানি বাড়াব
Post by: frahmanshetu on November 23, 2022, 03:55:43 PM
৫০০ কোটি ডলারের গ্যাস দেন, দেড় হাজার কোটি ডলারের রপ্তানি বাড়াব
(https://images.prothomalo.com/prothomalo-bangla%2F2022-11%2Fb69b502f-a5b4-41b7-8b01-3764a0290ae4%2F251A0100101752.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1.0)
২০১৮-১৯ অর্থবছরে সর্বোচ্চ পণ্য রপ্তানি করে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি পেয়েছে রিফাত গার্মেন্টস। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছ থেকে ট্রফি নিচ্ছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এ কে আজদ।
গতকাল রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারেছবি: প্রথম আলো




জ্বালানি সংকটে শিল্পকারখানা বেশ কয়েক মাস ধরেই ভুগছে। মাঝে বিদ্যুতের পরিস্থিতি খারাপ হলে পরিস্থিতি জটিল আকার ধারণ করে। কয়েক সপ্তাহ ধরে লোডশেডিং কমেছে। তবে গ্যাসের সংকটের উন্নতির কোনো ইঙ্গিত এখনো মিলছে না।

এমন পরিস্থিতিতে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানেও বর্তমান সংকট নিয়ে কথা বলেন ব্যবসায়ীরা।  দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, শিল্পকারখানায় গ্যাস-সংকট কাটাতে যদি উচ্চ দামে গ্যাস আনতে হয়, তাহলে সেই দাম সমন্বয় করতে ব্যবসায়ীরা রাজি আছেন।

মো. জসিম উদ্দিন বলেন, ‘কিছুটা মূল্যবৃদ্ধি করে হলেও আমাদের গ্যাসটা প্রয়োজন। আমাদের ৫০০ কোটি ডলারের গ্যাস এনে দেন, আমরা ১ হাজার ৫০০ কোটি ডলারের রপ্তানি বাড়াব।’ 

রাজধানীর পূর্বাচলে গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে জাতীয় রপ্তানি ট্রফি ২০১৮-১৯ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আরও ছিলেন বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছ থেকে জাতীয় রপ্তানি ট্রফি নিচ্ছেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তফা কামাল। 
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছ থেকে জাতীয় রপ্তানি ট্রফি নিচ্ছেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তফা কামাল। ছবি: প্রথম আলো
পণ্য রপ্তানি উৎসাহ ও বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে এবার সেরা রপ্তানিকারক ৭১টি প্রতিষ্ঠানকে জাতীয় রপ্তানি ট্রফি দেওয়া হয়েছে। এর মধ্যে ২৯টি প্রতিষ্ঠান স্বর্ণ,  ২৪টি রৌপ্য ও ১৮টি প্রতিষ্ঠান ব্রোঞ্জ ট্রফি পেয়েছে। আর হা-মীম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রিফাত গার্মেন্টস সর্বোচ্চ পণ্য রপ্তানি করে পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি। ২০১৮-১৯ অর্থবছরে পণ্য রপ্তানির জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর শীর্ষ নির্বাহীদের হাতে এ পদক তুলে দেন প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি পাওয়া রিফাত গার্মেন্টস গত ২০১৮-১৯ অর্থবছরে ২০ কোটি ৫০ লাখ ডলারের তৈরি পোশাক (ওভেন) রপ্তানি করেছে। এই প্রতিষ্ঠানে কর্মী আছেন ১৪ হাজার ৩৪৪ জন। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি পদক তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

অনুষ্ঠানে এ কে আজাদ বলেন, ‘আমরা ব্যবসায়ীরা দুটি সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ব্যবসায় মন্দা। পোশাক রপ্তানির সময় ১ শতাংশ হারে উৎসে কর কেটে নেওয়া হচ্ছে। আমাদের মূল বাজার ইউরোপ থেকে ক্রয়াদেশে কমেছে। আগামী বছর ২০-৩০ শতাংশ ক্রয়াদেশ কমবে। এতে রপ্তানিতে বড় একটা আঘাতের শঙ্কায় রয়েছি আমরা। এ অবস্থায় গ্যাস-বিদ্যুতের সমস্যার কারণে বিদ্যমান ক্রয়াদেশের পণ্য উৎপাদনও ঝুঁকিতে পড়ছে।’





রপ্তানি ট্রফি পাওয়া রিফাত গার্মেন্টস গত ২০১৮-১৯ অর্থবছরে ২০ কোটি ৫০ লাখ ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। এর কর্মীর সংখ্যা ১৪,৩৪৪ জন।


পুরস্কার নিচ্ছেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী
পুরস্কার নিচ্ছেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী ছবি: প্রথম আলো
চলমান গ্যাসের সমস্যার সমাধানে গৃহস্থালি বা বিদ্যুৎ উৎপাদন খাত থেকে কমিয়ে শিল্পকারখানায় অন্তত ৫ শতাংশ গ্যাস সরবরাহ বাড়ানোর আহ্বান জানিয়ে এ কে আজাদ বলেন, পণ্য রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রার প্রবাহ ধরে রাখতে তার কোনো বিকল্প নেই।

বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ বলেন, ‘জ্বালানি ঠিকভাবে না দিতে পারলে শিল্প এগোবে না, এটা প্রধানমন্ত্রীও অবগত আছেন। তবে কোনো সহজ সমাধান নেই। এ অবস্থার মধ্যেই দূরদৃষ্টি নিয়ে চলতে হবে। সামনের বছরগুলোতে বিভিন্ন খাতে ভর্তুকি কমিয়ে আনার মতো কিছু শক্ত নীতিতেও যেতে হতে পারে।’ 

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘আপনাদের সমস্যাগুলো শুনলাম। আনুষ্ঠানিকভাবে বসে সমস্যা সমাধানের চিন্তা করতে হবে। সব ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে শিগগিরই বাণিজ্য মন্ত্রণালয় একটি সভা ডাকবে। সবাই মিলে একটি খসড়া তৈরি করব। এরপর আলোচনার জন্য প্রধানমন্ত্রীর কাছে যাব।’

পুরস্কার পেল যেসব প্রতিষ্ঠান
এনভয় টেক্সটাইলের পুরস্কার নিচ্ছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ
এনভয় টেক্সটাইলের পুরস্কার নিচ্ছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ ছবি: প্রথম আলো
তৈরি পোশাকশিল্পের ওভেন উপখাতে রিফাত গার্মেন্টস স্বর্ণ, একেএম নিটওয়্যার রৌপ্য ও অনন্ত অ্যাপারেলস ব্রোঞ্জ ট্রফি পেয়েছে। নিট পোশাকে জিএমএস কম্পোজিট নিটিং ইন্ডাস্ট্রিজ স্বর্ণ, স্কয়ার ফ্যাশনস রৌপ্য ও ফোর এইচ ফ্যাশনস ব্রোঞ্জ ট্রফি পেয়েছে। সব ধরনের সুতায় বাদশা টেক্সটাইল স্বর্ণ, কালাম ইয়ার্ন রৌপ্য ও নাইস কটন ব্রোঞ্জ এবং কাপড়ে এনভয় টেক্সটাইল স্বর্ণ, আকিজ টেক্সটাইল মিলস রৌপ্য ও নাইস ডেনিম ব্রোঞ্জ ট্রফি পেয়েছে।

পুরস্কার নিচ্ছেন সার্ভিস ইঞ্জিন লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা সৈয়দ আকরাম হোসেন
পুরস্কার নিচ্ছেন সার্ভিস ইঞ্জিন লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা সৈয়দ আকরাম হোসেনছবি: প্রথম আলো
এ ছাড়া হোম ও বিশেষায়িত টেক্সটাইলে জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিকস ও টেরিটাওয়েলে শ্রেণিতে নোমান টেরিটাওয়েল মিলস স্বর্ণ ট্রফি পেয়েছে। হিমায়িত খাদ্যে স্বর্ণ ট্রফি পেয়েছে জালালাবাদ ফ্রোজেন ফুডস। এ ছাড়া অ্যাপেক্স ফুডস রৌপ্য ও এমইউ সি ফুডস ব্রোঞ্জ পেয়েছে। কাঁচা পাটে ইন্টারন্যাশনাল জুট ট্রেডার্স স্বর্ণ ট্রফি পেয়েছে। আর পাটজাত পণ্যে আকিজ জুট মিলস স্বর্ণ, করিম জুট স্পিনার্স রৌপ্য ও ওহাব জুট মিলস ব্রোঞ্জ ট্রফি পেয়েছে।

চামড়ায় (ক্রাস্ট ও ফিনিশড) অ্যাপেক্স ট্যানারি স্বর্ণ ও এসএএফ ইন্ডাস্ট্রিজ রৌপ্য এবং চামড়াজাত পণ্যে পিকার্ড বাংলাদেশ স্বর্ণ, এবিসি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ রৌপ্য ও বিবিজে লেদার গুডস ব্রোঞ্জ ট্রফি পেয়েছে।  জুতায় বে-ফুটওয়্যার স্বর্ণ, রয়েল ফুটওয়্যার রৌপ্য এবং এফবি ফুটওয়্যার ব্রোঞ্জ ট্রফি পেয়েছে।

অন্যদিকে কৃষিজ পণ্যে মনসুর জেনারেল ট্রেডিং স্বর্ণ ও ইনডিগো করপোরেশন রৌপ্য ট্রফি পেয়েছে। কৃষি প্রক্রিয়াজাত পণ্যে তিনটি পুরস্কারই পেয়েছে প্রাণ গ্রুপের—প্রাণ ডেইরি, প্রাণ অ্যাগ্রো ও প্রাণ ফুডস। ফুল ফলিয়েজে রাজধানী এন্টারপ্রাইজ স্বর্ণ এবং এলিন ফুডস ট্রেড রৌপ্য ট্রফি পেয়েছে।

হস্তশিল্পে কারুপণ্য রংপুর স্বর্ণ, বিডি ক্রিয়েশন রৌপ্য ও ক্ল্যাসিক্যাল হ্যান্ডমেড প্রোডাক্টস ব্রোঞ্জ ট্রফি পেয়েছে। এ ছাড়া প্লাস্টিক পণ্যে বেঙ্গল প্লাস্টিকস স্বর্ণ, ডিউরেবল প্লাস্টিক রৌপ্য ও বঙ্গ প্লাস্টিক ইন্টারন্যাশনাল ব্রোঞ্জ এবং সিরামিক পণ্যে শাইনপুকুর সিরামিকস স্বর্ণ, আর্টিসান সিরামিকস রৌপ্য ও প্যারাগন সিরামিক ব্রোঞ্জ ট্রফি পেয়েছে।


স্কয়ার টেক্সটাইলের পক্ষে পুরস্কার নিচ্ছেন প্রতিষ্ঠানটির পরিচালক (অপারেশন) তসলিমুল হক
স্কয়ার টেক্সটাইলের পক্ষে পুরস্কার নিচ্ছেন প্রতিষ্ঠানটির পরিচালক (অপারেশন) তসলিমুল হক ছবি: প্রথম আলো
হালকা প্রকৌশল শিল্পে ইউনিগ্লোরি সাইকেল কম্পোনেন্ট স্বর্ণ, ইউনিগ্লোরি সাইকেল ইন্ডাস্ট্রিজ রৌপ্য ও রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইউনিট-২ ব্রোঞ্জ ট্রফি পেয়েছে। এ ছাড়া ইলেকট্রিক ও ইলেকট্রনিক পণ্যে এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং স্বর্ণ, কনফিডেন্স স্টিল রৌপ্য ও রহিমআফরোজ ব্যাটারি ব্রোঞ্জ ট্রফি পেয়েছে।

অন্যান্য শিল্পজাত পণ্য শ্রেণিতে তাসনিম কেমিক্যালস কমপ্লেক্স স্বর্ণ, মেরিন সেফটি সিস্টেম রৌপ্য এবং  মূমানু পলিয়েস্টার ইন্ডাস্ট্রিজ ব্রোঞ্জ ট্রফি পেয়েছে। এ ছাড়া ওষধে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল স্বর্ণ, স্কয়ার ফার্মাসিউটিক্যাল রৌপ্য ও ইনসেপ্‌টা ফার্মাসিউটিক্যালস ব্রোঞ্জ ট্রফি এবং কম্পিউটার সফটওয়্যারে সার্ভিস ইঞ্জিন স্বর্ণ ট্রফি পেয়েছে।

ইপিজেডের শতভাগ বাংলাদেশি মালিকানাধীন তৈরি পোশাকশিল্পে (নিট ও ওভেন) ইউনিভার্সেল জিনস স্বর্ণ ও প্যাসিফিক জিনস রৌপ্য ট্রফি পেয়েছে। আর অন্যান্য পণ্য ও সেবায় ফারদিন অ্যাকসেসরিজ স্বর্ণ ও আরএম ইন্টারলাইনিংস রৌপ্য ট্রফি পেয়েছে।

জাতীয় রপ্তানি ট্রফি নিচ্ছেন কারুপণ্য রংপুরের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম
জাতীয় রপ্তানি ট্রফি নিচ্ছেন কারুপণ্য রংপুরের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলমছবি: প্রথম আলো
প্যাকেজিং ও অ্যাকসেসরিজ পণ্যে এম অ্যান্ড ইউ প্যাকেজিং স্বর্ণ, মনট্রিমস রৌপ্য ও ইউনিগ্লোরি পেপার অ্যান্ড প্যাকেজিং ব্রোঞ্জ ট্রফি পেয়েছে। অন্যান্য প্রাথমিক পণ্যে অর্কিড ট্রেডিং করপোরেশন স্বর্ণ, ইকো ফ্রেশ ইন্টারন্যাশনাল রৌপ্য ও দ্য কনসোলিডেটেড টিঅ্যান্ডল্যান্ড কোম্পানি ব্রোঞ্জ ট্রফি পেয়েছে।

অন্যান্য সেবা খাতে মীর টেলিকম স্বর্ণ এবং নারী উদ্যোক্তা বা রপ্তানিকারক জন্য সংরক্ষিত শ্রেণিতে স্কয়ার টেক্সটাইল স্বর্ণ ও আল-সালাম ফেব্রিকস রৌপ্য ট্রফি পেয়েছে।

নিজস্ব প্রতিবেদক

Source :https://www.prothomalo.com/business/industry/skmn73rqqr