Daffodil International University

Religion & Belief (Alor Pothay) => Islam => Allah: My belief => Topic started by: Khan Ehsanul Hoque on November 29, 2022, 03:00:13 PM

Title: ওয়াশিং মেশিনে নাপাক কাপড় ধোয়ার পর পাক হবে কি?
Post by: Khan Ehsanul Hoque on November 29, 2022, 03:00:13 PM
ওয়াশিং মেশিনে নাপাক কাপড় ধোয়ার পর পাক হবে কি?

 আজকাল শহুরে পরিবারের একটি নিত্যসঙ্গী জিনিস হলো ওয়াশিং মেশিন। এই একটি যন্ত্র যেমন সময় বাঁচায়, তেমনি বাঁচায় শ্রমও। কেননা তাতে সরাসরি হাত দিয়ে কাপড় ধৌত করতে ও নিংড়াতে হয় না। বরং ময়লা কাপড় মেশিনে দিয়ে তা চালু করলেই মেশিন থেকে ধোয়া, পরিষ্কার, নিংড়ানো এবং শুকনো কাপড় বের হয়ে আসে। স্বভাবত অনেকের মনে প্রশ্ন জাগে যে, হাতে না চিপে ওয়াশিং মেশিনের মাধ্যমে নাপাক কাপড় ধৌত করলে তা পাক হবে কিনা? নিম্নে এর সমাধান পেশ করা হলো।

নাপাক কাপড় ওয়াশিং মেশিনে ধুয়েও পাক করা যায়। মূলত কাপড় পাক হওয়া না হওয়ার বিষয়টি নির্ভর করে ওয়াশ করার পদ্ধতির ওপর। তিনবার যথানিয়মে নাপাক কাপড় মেশিনে ধৌত করলে তা পবিত্র হয়ে যাবে। এর জন্য প্রত্যেকবার নতুন পানি নিতে হবে এবং প্রতিবার ধোয়ার পর তা ফেলে দিতে হবে।

এর সহজ পদ্ধতি এই যে, কাপড় মেশিনে রেখে পরিমাণ মতো পানি ও সাবান দিয়ে মেশিন চালু করবে। কাপড় ধোয়া হয়ে গেলে সমস্ত পানি ছেড়ে দিবে। অতঃপর আবার নতুন পানি দিয়ে মেশিন চালু করবে এবং ওয়াশ হওয়ার পর পানি ছেড়ে দিবে। এভাবে পরপর তিনবার নতুন পানি দিয়ে কাপড় ধৌত করতে হবে এবং প্রতিবার পানি ছেড়ে দিতে হবে। যখন মনে হবে যে, কাপড়ের ভেতরের নাপাকি বের হয়ে গেছে তখন কাপড় পাক হয়েছে বলে ধরে নিবে।

Source: https://www.jugantor.com/islam-life/619887/%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%82-%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%95-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%9C-%E0%A6%A7%E0%A7%81%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%95%E0%A6%BF-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%95-%E0%A6%B9%E0%A6%AC%E0%A7%87