Daffodil International University
General Category => Common Forum => Topic started by: Mohammad Nazrul Islam on January 01, 2023, 03:18:37 AM
-
অনঙ্গদারী প্রিয়সী আমার
হৃদি শাহিন বাগে,
প্রকাশ-বিকাশে গুলকেতনী
-রাগ- অনুরাগে।।
অসীম, অতল, অথৈই তুমি
-ধরা দাত্রী দাস,
অনিল-অনলে, সরস-সরোবর
তৃষিতের বিশ্বাস।।
রিক্ত কমলের আশার ভাষা
সিন্দু-বিন্দু-গিরি,
গহণ পথের অনন্ত দ্রুতি
শুভ্র প্রয়াসী সিড়িঁ।।
অন্ধ-জনার বন্দন গীত
বিশ্বাস-ভালবাসা,
কামুকের-কাঞ্চনযজ্ঞ
শব্দহীনের ভাষা।।
ভাললাগার আত্ম-তৃপ্তি
বিশ্ব, ভাষা, জ্ঞান,
অতল-তলের মানিক জ্যোতি
অন্বেষীদের ধ্যান।।
আমার তুমি কামলিওয়ালা
প্রেম প্রয়াসের দ্বার,
যজ্ঞে তুমি প্রজ্ঞাময়ী
অকূল- পারাবার।।