Daffodil International University

Help & Support => Common Forum/Request/Suggestions => Topic started by: ashraful.diss on February 20, 2023, 04:59:05 PM

Title: মানুষ না হলেও অন্তত হিংস্র প্রাণী হয়ো না
Post by: ashraful.diss on February 20, 2023, 04:59:05 PM
(https://www.dhakatimes24.com/assets/news_photos/2020/09/09/image-182476.jpg)

মানুষ না হলেও অন্তত হিংস্র প্রাণী হয়ো না


ইমাম গাজালি রহ. বলেন, মানুষ হওয়া তো অনেক বড় জিনিস। কিন্ত কেউ শুধু প্রাণী হতে চাইলে, খাওয়া-দাওয়া ছাড়া তার আর কোনো উদ্দেশ্য নেই। এই প্রাণীও তিন ধরনের। এক ধরনের প্রাণী আছে যাদের শুধু লাভ আর লাভ। যেমন ভেড়া, ছাগল, গাভী, মহিষ। এগুলোর দ্বারা অন্যদের নানা ধরনে ফায়দা হয়। এগুলোর গোস্ত, চামড়া, হার সবই উপকার আসে।

দ্বিতীয় প্রকার প্রাণী হলো যারা কোনো উপকার পৌছায় না আবার অপকারও করে না। সমুদ্র ও গভীর জঙ্গলে এমন অনেক প্রাণী আছে যা হিংস্র প্রাণীর মতো যা কোনো ক্ষতিও করে না আবার উপকারী প্রাণীর মতো উপকারও করে না।

তৃতীয় হলো ওই প্রাণী যারা অন্যের শুধু ক্ষতিই করে, কোনো উপকার করে না। যাকে দেখে ছিঁড়েফুড়ে খায়।

ইমাম গাজালি রহ. বলেন, তোমার আসল মর্যাদা হলো তুমি মানুষ হও। এটা অনেক বড় মর্যাদা। এর কারণে তুমি জ্ঞানী  হতে পারবে, আল্লাহওয়ালা হতে পারবে। আর যদি তুমি প্রাণীই হতে চাও তাহলে প্রথম প্রকারের প্রাণী হও, যা অন্যদের শুধু উপকারই পৌঁছাবে। এটা না হলে অন্তত তুমি দ্বিতীয় প্রকারের প্রাণী হও, কোনো উপকার করো না আবার অপকারও করো না। কোনোক্রমেই তুমি তৃতীয় প্রকারের প্রাণী হতে যেয়ো না। আল্লাহ আমাদের মানুষের মতো মানুষ হবার তাওফিক দান করুন।