Daffodil International University

Science & Information Technology => Artificial Intelligence (AI) => ChatGPT => Topic started by: taslima on March 20, 2023, 08:46:40 AM

Title: অ্যান্ড্রয়েড ফোনে কীভাবে ChatGPT AI চ্যাটবোট ব্যবহার করবেন?
Post by: taslima on March 20, 2023, 08:46:40 AM
আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স রিসার্চ কোম্পানি OpenAI AI ভিত্তিক চ্যাটবোট ChatGPT পেশ করেছে। এই চ্যাটবোট মেশিন লার্নিং এবং GPT-3.5 নামের একটি ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করে ইউজারদের জিজ্ঞাসা করা প্রশ্নের উত্তর দেওয়া যায়। বর্তমানে এই চ্যাটবোট লিখিত আকারে প্রশ্নের উত্তর দেয়। এই AI ভিত্তিক চ্যাটবোটের সাহায্যে অনেক ধরনের কাজ সহজেই করা যায়। এই চ্যাটবোটের সাহায্যে কোডও লেখা যাবে। এই চ্যাটবোট অনেক ধরনের প্রশ্নের উত্তর দিতে পারে। আজকের এই পোস্টে আপনাদের AI ভিত্তিক চ্যাটবোট ChatGPT অ্যান্ড্রয়েড ফোনে কীভাবে ব্যবহার করা যাবে সেই বিষয়ে জানানো হল।

ChatGPT বর্তমানে গুগল প্লে স্টোর এবং অ্যাপলের অ্যাপ স্টোরে উপলব্ধ। যদিও ইউজাররা বর্তমানে OpenAI এর ওয়েবসাইটে ChatGPT চ্যাটবট অ্যাক্সেস করতে পারেন। এটি GPT-3 API ভিত্তিক। অ্যান্ড্রয়েড ইউজাররা এই চ্যাটবোট স্মার্টফোনে ইনস্টল করা ব্রাউজারের সাহায্যে ব্যবহার করতে পারবেন। জেনে নিন Open AI অ্যাকাউন্ট সেটআপ করার উপায়।

স্টেপ 1. আপনার ডিভাইসে ইনস্টল করা Chrome ব্রাউজার খুলুন।
স্টেপ 2. প্রথমে OpenAI এর অফিসিয়াল ওয়েবসাইট খুলুন। লিঙ্কের জন্য এখানে ক্লিক করুন।
স্টেপ 3. এখানে উপরে আপনি ChatGPT ট্রাই বাটন দেখতে পাবেন। এখানে ক্লিক করুন।
স্টেপ 4. লগইন পেজ খুলবে। এখানে ইমেল এড্রেস এবং পাসওয়ার্ডের সাহায্যে একটি অ্যাকাউন্ট তৈরি করুন।
স্টেপ 5. এর পরে আপনাকে ইমেল এড্রেস ভেরিফাই করতে হবে।
স্টেপ 6. এর পরে আপনাকে ওয়েবসাইটে আপনার ফোন নম্বর ভেরিফিকেশন করতে বলা হবে।
স্টেপ 7. এর পরে আপনাকে আপনার অ্যাকাউন্ট সেটআপ করতে হবে। এর পরে আপনি চ্যাটবোট এর কাছে যেকোনো প্রশ্ন করতে পারবেন।

অ্যান্ড্রয়েডের মতোই iOS ডিভাইসের জন্য বর্তমানে ChatGPT চ্যাটবোটের জন্য কোনো স্বতন্ত্র অ্যাপ নেই। iPhone, iPad ইউজাররা অফিসিয়াল OpenAI ওয়েবসাইট থেকে ChatGPT AI চ্যাটবোট অ্যাক্সেস করতে পারবেন।

https://www.91mobiles.com/bengali/what-is-chatgpt-chatbot-and-how-to-use-it-in-android-device-know-step-by-step-in-bengali/
Title: Re: অ্যান্ড্রয়েড ফোনে কীভাবে ChatGPT AI চ্যাটবোট ব্যবহার করবেন?
Post by: mushfiqur.cse on March 20, 2023, 09:38:51 AM
Thanks for sharing