কল্পনা তুমি, স্বপ্ন আমার
নিদ্রা বিভোর প্রাণ,
‘ভন্ড’ তকমা দিয়ে
জাগালে চেতনার বান।।
স্বপ্নলোকে তোমায় ডাকি
-আয়, প্রিয় কাছে আয়,
আদর-সোহাগে বুকে টানি
তাপিত বুক জুড়াই।।
জানি, তুমি বাজিকর
-অজানা তবু পরিচয়!
চরাচরে দারুন খরায়
-শুধু বাস্তবময়।।
এই অচেনা ভূবণে
শূণ্য বাতায়ণে বসি,
লুটায়ে একাকী নগ্নতায়
বলি বন্ধু, আজও ভালবাসি।।
ষোড়শী, প্রিয়সী তুমি
-ইন্দ্র সমতুল,
আদরে সদর, পুর্ণ কর
শুধরায়ে মনষার ভুল।।
ভাবহীনা সরলা তুমি
-সপ্ত, দিবাকর,
ভালবেসে কেদে মর
কবু, কাহার-অন্তর।।
অদ্ভূত খেলা খেল
সাগর সফিন মন,
কূলে বসিয়া কুল ভাঙ্গ ‘প্রভু’
-সত্য নিরঞ্জন।।
[/size]