Daffodil International University

Science & Information Technology => Science Discussion Forum => Topic started by: M.K Hasan on January 25, 2012, 10:23:32 PM

Title: "বিশ্বের সবচেয়ে উঁচু পাঁচটি স্থাপনা"
Post by: M.K Hasan on January 25, 2012, 10:23:32 PM
১। বিশ্বের সবচেয়ে উঁচু ভবন ‘বুর্জ খলিফা’

বিশ্বের সবচেয়ে বিলাসবহুল পাঁচতারা হোটেল বুর্জ আল দুবাইয়ের পর ১৫০ কোটি ডলার ব্যয়ে নির্মিত ‘বুর্জ খলিফা’ আরেক শ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন হিসেবে আবির্ভূত হলো যা দুবাইতে অবস্থিত।

এবার দেখে নেয়া যাক এটা দেখতে কেমন-
(http://medias.propertyfinder.ae/property/384113/3-wide/rent004699-brix-property-partners-dubai-downtown-dubai-burj-khalifa-apartment-two-bedroom-study-located-on-a-high-floor-with-fantastic-views-of-the-fountain-and-old-town-island-available-from-1st.jpg)

২। তাইপে ফিনান্সিয়াল সেন্টার বা তাইপে ১০১

তাইওয়ানের রাজধানী তাইপেতে অবস্থিত এ ভবনটির অপর নাম তাইপে ফিনান্সিয়াল সেন্টার। ১০১ তলাবিশিষ্ট এ ভবনটির উচ্চতা ১৬৭১ ফুট (৫০৯ মিটার)।
দেখে নিই তাইপে ১০১- দেখতে কেমন
(http://www.tallestskyscrapers.info/images/taipei-101.jpg)

৩। পেট্রোনাস টাওয়ার


মালয়েশিয়ার পেট্রোনাস টুইন টাওয়ার বিশ্বের অন্যতম সুদৃশ্য ভবন। উচ্চতা ১৪৮৩ ফুট (৪৫২ মি.)

এবার দেখে নেয়া যাক এটা দেখতে কেমন
(http://media.somewhereinblog.net/images/thumbs/sajolte_1326450830_5-petronastowers1small.jpg)
মুগ্ধ না হয়ে উপায় নেই ।

৪। সিয়ার্স টাওয়ার

সিয়ার্স টাওয়ার যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে অবস্থিত। নির্মাণকাল ১৯৭০ থেকে ১৯৭৪। সিয়ার্স রোইবাক অ্যান্ড কোং ১১০ তলাবিশিষ্ট এবং ১৪৫০ ফুট উচ্চতার এ ভবন নির্মাণ করেছেন ।

সিয়ার্স টাওয়ারের দেখতে কেমন
(http://media.somewhereinblog.net/images/thumbs/sajolte_1326450717_3-searstowersmall.jpg)
আহ! চোখ জুড়িয়ে গেল ।

৫। এম্পায়ার স্টেট বিল্ডিং
নিউইয়র্ক সিটির ম্যানহাটনের কেন্দ্রে দাঁড়িয়ে আছে ১২৫০ ফুট উঁচু বিশ্বের অন্যতম বৃহৎ এ ভবন। ১৯৩০-৩১ সালে নির্মিত এ ভবনের ডিজাইন করেছেন শ্রেভ, ল্যাম্ব এবং হার্মন ফার্ম। ১০২ তলাবিশিষ্ট এ ভবন দীর্ঘদিন বিশ্বের উচ্চতম ভবনের মর্যাদা দখল করেছিল।

দেখে আসি এটা দেখতে কেমন
(http://media.somewhereinblog.net/images/thumbs/sajolte_1326450756_4-empirestatebuilding83sm.jpg)
বারবার দেখাতেও যেন ক্লান্তি নেই।

Title: Re: "বিশ্বের সবচেয়ে উঁচু পাঁচটি স্থাপনা"
Post by: Narayan on January 26, 2012, 10:48:18 AM
Good Post....
Title: Re: "বিশ্বের সবচেয়ে উঁচু পাঁচটি স্থাপনা"
Post by: bipasha on January 26, 2012, 03:24:10 PM
interesting post
Title: Re: "বিশ্বের সবচেয়ে উঁচু পাঁচটি স্থাপনা"
Post by: poppy siddiqua on January 26, 2012, 04:12:44 PM
good to know the information. Thankyou.
Title: Re: "বিশ্বের সবচেয়ে উঁচু পাঁচটি স্থাপনা"
Post by: sushmita on January 26, 2012, 04:13:37 PM
Good collection.
Title: Re: "বিশ্বের সবচেয়ে উঁচু পাঁচটি স্থাপনা"
Post by: goodboy on January 26, 2012, 09:35:29 PM
It's great to read the post..
Title: Re: "বিশ্বের সবচেয়ে উঁচু পাঁচটি স্থাপনা"
Post by: sajol on January 31, 2012, 05:06:19 PM
Hasan........... many many thanks..........for your ..........nice.........post........
Title: Re: "বিশ্বের সবচেয়ে উঁচু পাঁচটি স্থাপনা"
Post by: nature on January 31, 2012, 10:49:13 PM
Nice post..............thanks for your post.
Title: Re: "বিশ্বের সবচেয়ে উঁচু পাঁচটি স্থাপনা"
Post by: RASHEDUL on February 01, 2012, 10:35:10 AM
Good post...................
 :-*
Title: Re: "বিশ্বের সবচেয়ে উঁচু পাঁচটি স্থাপনা"
Post by: arefin on February 08, 2012, 09:51:01 AM
Wow.
Title: Re: "বিশ্বের সবচেয়ে উঁচু পাঁচটি স্থাপনা"
Post by: sethy on February 08, 2012, 11:07:39 AM
Nice collection. Thanks for sharing.
Title: Re: "বিশ্বের সবচেয়ে উঁচু পাঁচটি স্থাপনা"
Post by: Sima on March 20, 2012, 03:45:54 PM
Wow...really good to see...
Title: Re: "বিশ্বের সবচেয়ে উঁচু পাঁচটি স্থাপনা"
Post by: Anuz on April 25, 2012, 10:05:30 PM
Thanks for sharing such type of informative posts.
Title: Re: "বিশ্বের সবচেয়ে উঁচু পাঁচটি স্থাপনা"
Post by: shaikat on April 26, 2012, 08:55:23 AM
পেট্রোনাস টুইন টাওয়ার আমাদের এশিয়ার গর্ব।
Title: Re: "বিশ্বের সবচেয়ে উঁচু পাঁচটি স্থাপনা"
Post by: tariq on April 26, 2012, 09:01:59 AM
When i see sears tower i always feel proud as its architect was a Bangladeshi... Thank you sir 
Title: Re: "বিশ্বের সবচেয়ে উঁচু পাঁচটি স্থাপনা"
Post by: nayeemfaruqui on May 16, 2012, 01:32:12 PM
Nice
Title: Re: "বিশ্বের সবচেয়ে উঁচু পাঁচটি স্থাপনা"
Post by: sumon_acce on May 17, 2012, 08:04:23 PM
Very nice collection
Title: Re: "বিশ্বের সবচেয়ে উঁচু পাঁচটি স্থাপনা"
Post by: wahid on May 21, 2012, 12:44:51 PM
Good  & interesting post.
Title: Re: "বিশ্বের সবচেয়ে উঁচু পাঁচটি স্থাপনা"
Post by: ananda on May 21, 2012, 02:25:37 PM
Sears Tower was designed by Bruce Graham and Fazlur Rahman Khan (one of the great architects of the world).
Title: Re: "বিশ্বের সবচেয়ে উঁচু পাঁচটি স্থাপনা"
Post by: safiqul on May 21, 2012, 04:06:39 PM
When i see sears tower i always feel proud as its architect was a Bangladeshi... Thank you sir 

Even I feel the same :)