Daffodil International University

Faculties and Departments => Business & Entrepreneurship => Real Estate => Topic started by: BRE SALAM SONY on January 27, 2012, 09:14:08 AM

Title: বিভিন্ন ধরণের সয়েল টেস্ট
Post by: BRE SALAM SONY on January 27, 2012, 09:14:08 AM
বিভিন্ন ধরণের সয়েল টেস্ট

১) মাটি পরিচিতি এবং বিভাগ:

ক) ফিল্ড ক্ল্যাসিফিকেশন টেস্ট

i) চোখের দেখায় বিবেচনা

a) গ্রেইন সাইজ, গ্রেইন আকৃতি, কোর্স এগ্রিগেটের গ্রেডিয়েশন, কোহেশনলেস মাটি.

b) চিকন দানার মাটির টেক্চার এবং রং। রং,টেক্চার এবং সাইজ দেখে অর্গানিক মাটি আলাদা করা যায়।

c) আদ্রতা

ii) ডাইলাটেন্সি টেস্ট

iii) ফীল  টেস্ট

iv) ড্রাই স্ট্রেংথ  টেস্ট

v) শাইন টেস্ট

B) ল্যাবরেটরি শিয়ার টেষ্ট:

i) আটারবাগ লিমিট:

a) প্লাস্টিক লিমিট টেষ্ট,

b) লিকুইড লিমিট টেষ্ট.

c) শ্রিঙ্কেজ লিমিট টেষ্ট.

ii) গ্রেইন সাইজ এনালাইসিস টেষ্ট:

a) মেকানিক্যাল এনালাইসিস

(সিভ এনালাইসিস)

b) আদ্রতা এনালাইসিস.

(হাইড্রোমিটার এনালাইসিস টেষ্ট)

২) স্ট্রেন্থ বৈশিষ্ট টেষ্ট:

A) ফিল্ড শিয়ার টেষ্ট:

i) ভেন শিয়ার টেষ্ট.

ii) স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেষ্ট.

iii) পেনেট্রোমিটার টেষ্ট.

B) ল্যাবরেটরি শিয়ার টেষ্ট:

 i) ডাইরেক্ট শিয়ার টেষ্ট.

 i) প্রাই-এক্সিয়াল টেষ্ট

ii) আন-কনফাইন কম্প্রেশন টেষ্ট

iii) ল্যাবরেটরি ভেন শিয়ার টেষ্ট

৩) পারমিয়াবিলিটি টেষ্ট:

 i) কনস্ট্যান্ট হেড পারমিয়ামিটার

ii) ফলিং হেড পারমিয়ামিটার.

iii) ইন সিটু পারমিয়াবিলিটি টেষ্ট

৫) কনসলিডেশন টেষ্ট:

৫) কমপ্যাকশন টেষ্ট:

 i) প্রকটার কমপ্যাকশন টেষ্ট.

ii) মোডিফাইড AASHO টেষ্ট.

iii) সি.বি.আর. কমপ্যাশন

৬) ফিল্ড ডেনসিটি টেষ্ট;

৭) ক্যালিফোরনিয়া বিয়ারিং রেশিও টেষ্ট

৮) স্পেসিফিক গ্র্যাভিটি অব সয়েল

৯) ইগনিশন টেষ্ট