Daffodil International University

Faculties and Departments => Business & Entrepreneurship => Real Estate => Topic started by: BRE SALAM SONY on January 27, 2012, 09:21:32 AM

Title: ভুমিকম্প প্রবন এলাকায় বিল্ডিং নিমানে
Post by: BRE SALAM SONY on January 27, 2012, 09:21:32 AM
ভুমিকম্প প্রবন এলাকায় বিল্ডিং নিমানে

   * নরম মাটির উপর Foundation স্থাপন করা যাবে না।

    * সব Foundation এর তলা একই সমতলে রাখতে হবে।

    * Foundation এর সব Outline বর্গাকৃত্রির রাখতে হবে।

    * কলামের ও বীমের রডের জয়েন্ট যেন এক একটা এক এক জায়াগায় হয় অর্থাৎ অনেক গুলো জয়েন্ট যেন এক জায়গায় না পড়ে। ( এই জিনিসটা কলাম ও বীমের রড় কাটার সময় বিষেশ ভাবে লক্ষ্য রাখতে হবে ) যদি ভুলক্রমে দুই বা ততোদিক রড়ের জয়েন্ট এক জায়গায় পড়ে যায় তা হলে ঐ জায়গায় রিং এর পরিমান বাড়িয়ে দিতে হবে।

    *  কলামের রিং এর ভিতরের দিকে ১৩৫ ডিগ্রী বাকিয়ে দিতে হবে। এর পরিমান হবে ৩''। ( এই জিনিসটা মিস্ত্রিদের রড ঢুকাতে কষ্ট হয় বলে বেশী ফাঁকি দেয়)

    * অতিরিক্ত বড় সাইজের দরজা জানালার পরিমান কমাতে হবে।

    * বিল্ডিং এর নিচে ওপেন পার্কিং এরিয়া ভুমিকম্পের জন্য বেশী ঝুকি, এক্ষেত্রে বিভিন্ন জায়গায় শিয়ার ওয়াল ব্যাবহার করতে হবে।

    * নিম্নমানের উপকরণ কখনো ব্যাবহার না করা ।

    * বিল্ডিং যদি L আকৃতির হয় তা হলে ঐ বিল্ডিংকে দুই ভাগে ভাগ করে বর্গাকৃতি করা এতে ভুমিকম্পের ঝুকি অনেক আংশে কমে যায়।

    * বহুতল বিল্ডিং এর ক্ষেত্রে continuous লিন্টেল ব্যাবহার করতে হবে।

    * ফ্লাট প্লেট বা ফ্লাট স্ল্যাব ভুমিকম্পের জন্য বেশী ঝুকি।

    * বিল্ডিং এর নিচে water reservoir এবং বিল্ডিং এর ছাদের উপর swimming pool ভুমিকম্পের ঝুকি বাড়িয়ে দেয়
Title: Re: ভুমিকম্প প্রবন এলাকায় বিল্ডিং নিমানে
Post by: alamin_182 on April 10, 2012, 11:13:24 PM
লেখাটি দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এই রকমের লেখা আরও দিলে আমরা রিয়েল এস্টেটের
ছা্‌ত্ররা উপকৃত হব।
Title: Re: ভুমিকম্প প্রবন এলাকায় বিল্ডিং নিমানে
Post by: lincon-bre-02 on April 11, 2012, 10:31:23 AM
Mr. Haji Abdus Salam Sony really you are genius...!! Inshaallah you will be success in your life....
Title: Re: ভুমিকম্প প্রবন এলাকায় বিল্ডিং নিমানে
Post by: jafar_bre on April 12, 2012, 12:19:21 PM
thank you for your valuable information .mr,sony you are really genius ....