Daffodil International University

Religion & Belief (Alor Pothay) => Islam => Allah: My belief => Topic started by: Khan Ehsanul Hoque on July 08, 2023, 11:32:33 AM

Title: তুমি কি জানতে চাও, আল্লাহর কাছে তোমার সম্মান কতটকু?
Post by: Khan Ehsanul Hoque on July 08, 2023, 11:32:33 AM
তুমি কি জানতে চাও, আল্লাহর কাছে তোমার সম্মান কতটকু?

(https://scontent.fdac135-1.fna.fbcdn.net/v/t39.30808-6/169070126_950481249138717_4499054391280246671_n.jpg?stp=dst-jpg_p526x296&_nc_cat=101&ccb=1-7&_nc_sid=5cd70e&_nc_eui2=AeGjs3DgwJImDc_Au-eqhECFKFcfzofTj5IoVx_Oh9OPknagIL2yuBT9yMrL26_2Ie6gt7eBnpTEEHUaC35SVMHA&_nc_ohc=-H4bODBOfvoAX-NRmLp&_nc_ht=scontent.fdac135-1.fna&oh=00_AfBQFa4l1G8_Ea5pgVxtFuRCD9kH5GrEQFYEkLzp1YFLCg&oe=64AE9ACD)

তুমি কি জানতে চাও, আল্লাহর কাছে তোমার সম্মান কতটকু? তাহলে দেখ, তিনি তোমাকে কোন অবস্থায় রেখেছেন?
.
- যদি দেখ তিনি তোমাকে তার যিকিরে মশগুল রেখেছেন, তাহলে জেনে রেখ, তিনি তোমাকে স্মরণ করতে চান।
- যদি দেখ তিনি তোমাকে কুরআন দ্বারা মশগুল রেখেছেন, তাহলে জেনে রেখ, তিনি তোমার সাথে কথা বলতে চান।
-যদি দেখ, তিনি তোমাকে ইবাদাত/আনুগত্যে ব্যস্ত রেখেছেন, তাহলে জেনে রেখ, তিনি তোমাকে তার সান্নিধ্যে টেনে নিয়েছেন।
- যদি দেখ, তিনি তোমাকে দুনিয়া দিয়ে ব্যস্ত করে দিয়েছেন, তাহলে জেনে নাও, তিনি তোমাকে দূরে ঠেলে দিয়েছেন।
-যদি দেখ, তিনি তোমাকে লোকজনের সাথে মশগুল বানিয়ে দিয়েছেন, তাহলে জেনে নাও, তিনি তোমাকে অপমানিত করেছেন।
- যদি দেখ, তিনি তোমাকে দুআর দ্বারা ব্যস্ত রেখেছেন, তাহলে জেনে নাও, তিনি তোমাকে কিছু দিতে চান।
.
অতএব, সবসময় নিজের অবস্থা দেখ। তুমি কোন কাজে মশগুল?
আল্লাহ তোমাকে যে কাজে ব্যস্ত রেখেছেন, সেটাই তোমার অবস্থান তাঁর কাছে।
.
মূল: ড. রাতিব আন-নাবলুসি।
অনুবাদ: ড.বি. মফিজুর রহমান আল-আযহারী।

Source: https://www.facebook.com/groups/185617689382317/permalink/508358603774889/