Daffodil International University

Faculties and Departments => Business Administration => Business & Entrepreneurship => BBA Discussion Forum => Topic started by: ForhadFaysol on January 27, 2012, 12:54:26 PM

Title: একই সঙ্গে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিমা
Post by: ForhadFaysol on January 27, 2012, 12:54:26 PM
বিমা কোম্পানির পরিচালকেরা একই সঙ্গে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক থাকতে পারবেন না। আগামী ২৯ ফেব্রুয়ারির মধ্যে তাঁদের যেকোনো একটি বেছে নিতে হবে। হয় তাঁরা বিমা কোম্পানির পরিচালক থাকবেন, আর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক পদ থেকে ইস্তফা দেবেন, অথবা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক থাকবেন এবং বিমা কোম্পানি থেকে পদত্যাগ করবেন। দেশের ৩১টি বেসরকারি বিমা কোম্পানির চেয়ারম্যানের উদ্দেশে গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে একটি চিঠি পাঠিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। একই সঙ্গে বিমা এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক থাকা আইন পরিপন্থী। ২৯ ফেব্রুয়ারির পর থেকে এই ধারা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ৫০ ও ১৩৪ ধারায় ব্যবস্থা নেওয়া হবে।’ ১৩৪ ধারা অনুযায়ী, আইন লঙ্ঘনকারীকে ৫০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত জরিমানা করার বিধান রয়েছে। লঙ্ঘন অব্যাহত থাকলে প্রতিদিনের দেরির জন্য বাড়তি জরিমানা গুনতে হবে পাঁচ হাজার টাকা।

http://www.prothom-alo.com/detail/date/2012-01-27/news/219752
Title: Re: একই সঙ্গে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিমা
Post by: saja on January 27, 2012, 06:00:52 PM
great punishment
Title: Re: একই সঙ্গে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিমা
Post by: tree on July 21, 2012, 12:35:33 AM
Good step i really agree of this step