Daffodil International University

Faculties and Departments => Business Administration => Business & Entrepreneurship => BBA Discussion Forum => Topic started by: ForhadFaysol on January 27, 2012, 01:01:29 PM

Title: সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী ১০ প্রতিষ্ঠান
Post by: ForhadFaysol on January 27, 2012, 01:01:29 PM
গত অর্থবছরে আমদানি পর্যায়ে সর্বাধিক রাজস্ব প্রদানকারী ১০টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। পাঁচটি সরকারি সংস্থা ও পাঁচটি বেসরকারি প্রতিষ্ঠান এ সম্মাননা লাভ করে।
সম্মাননা পাওয়া বেসরকারি প্রতিষ্ঠানগুলো হচ্ছে—উত্তরা মোটরস লিমিটেড, আবুল খায়ের মিল্ক প্রডাক্টস, মারিন ভেজিটেবল অয়েল লিমিটেড, টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড ও সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। আর সরকারি সংস্থাগুলোর মধ্যে রয়েছে—মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, পদ্মা অয়েল, ইআরএল, যমুনা অয়েল ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

* আন্তর্জাতিক শুল্ক দিবস 26 January
Title: Re: সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী ১০ প্রতিষ্ঠা&#
Post by: Nur-E-Alam Siddique on February 20, 2012, 11:47:57 AM
Still now TAX/GDP ratio in our country is at unsatisfactory level. By giving tax we people can get the opportunity  to prove that we love our country and this is how accountability may be ensured at all spheres.
Title: Re: সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী ১০ প্রতিষ্ঠা&#
Post by: tree on July 21, 2012, 12:13:56 AM
thanks all those company who are give tax properly