Daffodil International University

Religion & Belief (Alor Pothay) => Islam => Zakat => Topic started by: Khan Ehsanul Hoque on August 12, 2023, 11:50:23 AM

Title: আপনার সম্পদ বৃদ্ধির মূল রহস্য
Post by: Khan Ehsanul Hoque on August 12, 2023, 11:50:23 AM
আপনার সম্পদ বৃদ্ধির মূল রহস্য

পৃথিবীর প্রতিটি মানুষই চায় তার সম্পদ বৃদ্ধি পাক। মূলত: সম্পদ দেয়ার মালিক মহান আল্লাহ, তিঁনি তাঁর ইমানদার বান্দাদেরকে সেই সম্পদ বৃদ্ধির উপায়ও বাতলে দিয়েছেন যা আমি আমার লেখায় সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করবো ইন শা আল্লাহ।
.
আরবিতে "যাকাত" শব্দটি বলতে বৃদ্ধি, পবিত্র, পরিশুদ্ধ ইত্তাদি অর্থে ব্যাবহৃত হয়। আবার "যাকাত" ইসলামের তৃতীয় একটি স্তম্ভ যা সঠিকভাবে আদায় করা প্রতিটি স্বামর্থবান মুসলিমের জন্য ফরজ বা বাধ্যতামূলক। একটু সুক্ষ্মভাবে যাচাই করলে দেখা যায় মহান আল্লাহ "যাকাত" এর মাঝে বৃদ্ধির বিষয়টি (Growth) সংস্লিষ্ট রেখেছেন, অর্থাৎ যাকাত প্রদানের সাথে যাকাত দ্বাতার সম্পদ বৃদ্ধির নীবির সম্পর্ক রয়েছে। যাকাত যেহেতু ফরজ ইবাদত, তাই এর মাধ্যমে একদিকে মহান আল্লাহ সন্তষ্ট হন, অপরদিকে গরীব অসহায় মানুষ আর্থিক সুবিধা পেয়ে থাকে, ফলে যাকাতদ্বাতার উপর মহার আল্লাহর রহমত ও বরকত নাজিল হয় এবং যাকাতদ্বাতার সম্পদ বৃদ্ধিপায়। এই প্রসংগে মহান আল্লাহর দেয়া নিশ্চয়তা সরূপ কোরআনের কতিপয় আয়াত উল্লেখ করা হলো :

"আমার রহমত সকল বস্তুকে পরিবেষ্টন করিয়া আছে। অতএব, সেই রহমত তাহাদের জন‍্য (পরিপূর্ণরূপে ) লিখিয়া দিব, যাহারা আল্লাহ্ তায়ালাকে ভয় করে এবং যাকাত প্রদান করে।" [সূরা আ’রাফ, ১৫৬]
.
"যে যাকাত তোমরা দান করো তা আল্লাহকে সন্তষ্ট করার উদ্দেশ্যে দান করো, তা বৃদ্ধি পায়, জেনে রেখো এরা সেই সব লোক যারা (যাকাতের মাধ্যমে) আল্লাহর দরবারে তাদের নিজেদের সম্পদ বহুগুনে বাড়িয়ে নেয়।" (সুরা রুম, ৩৯)
.
সূরা সাবার ৩৯ নং আয়াতে আল্লাহ বলছেন, "তোমরা যা-কিছু ব্যয় করবে (আল্লাহর পথে) তিনি তার প্রতিদান দেবেন,  তিনিই শ্রেষ্ঠ রিজিকদাতা।"
.
পবিত্র কোরআনের উপরের উল্লেখিত আয়াত থেকে স্পষ্টই বোঝা যায় যে, সম্পদ বৃদ্ধি তথা ধনী হওয়ার মুল চাবিকাঠি হচ্ছে "যাকাত" তথা দান সাদাকা। এবং সেটা দিতে হবে সঠিক হিসাবের মাধ্যমে। আমার ব্যাক্তিগত জরিপে অনেক মুসলিমকে খুজে পেয়েছি যারা সম্পদের সঠিক হিসাব করে যাকাত প্রদান করে তাদের সম্পদ নিশ্চিতভাবে বৃদ্ধি পেয়েছে, এবং প্রতিবছর প্রদেয় যাকাতের পরিমানও বৃদ্ধি পেয়েছে।
.
আবার সঠিক ভাবে যাকাত আদায় না করলে পরকালে কঠিন শাস্তির কথাও মহান আল্লাহ তাঁর পবিত্র কোরআনে বিভিন্ন আয়াতে বর্ননা করেছেন। যাকাত না দেয়াটা গরিবের মাল আত্মসাৎ করার সামিল এবং এই আত্মসাতের টাকা বিপদআপদ বা অসুখ বিসুখ কোন না কোন উপায়ে ধনী ব্যাক্তিটির নিকট থেকে বেরিয়ে যায়।
.
তাই আসুন নেসাবের মালিকগন (সম্পদশালী) সম্পদের সঠিক হিসাবের মাধ্যমে যাকাত প্রদান করি, কৃপনতা পরিহার করি আর এভাবেই নিজের সম্পদ বৃদ্ধি নিশ্চিত করি।
.
মহান আল্লাহ আমাদেরকে তৌফিক্ক দান করুন।
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
.
লেখাঃ সায়েদ রেজাউল করিম (আল্লাহ্‌ তাকে উত্তম প্রতিদান দান করুন!)
.
https://www.facebook.com/Ohee.Hadis