Daffodil International University
IT Help Desk => Internet => Topic started by: Forman on September 09, 2023, 02:55:31 PM
-
কোর্সের বিবরণ
আমরা সবাই জানি যে গুগল হল জ্ঞানের ভাণ্ডার। ইন্টারনেটে কিংবা স্মার্টফোনে প্রতি মুহূর্তে কোন বা কোন ভাবে আমারা গুগলের সেবা গুলো ব্যবহার করে থাকি। কিন্তু গুগলের বিশাল রাজ্যে এমন কিছু সেবা আছে যেগুলোর সাথে আমরা অনেকেই পরিচিত না। ফলে, গুগল নামের বিশাল এই জ্ঞানের ভান্ডারের বড় একটা অংশ আমাদের ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। গুগলের সঠিক ব্যবহার জানলে আমরা ছাত্র জীবন এবং কর্মক্ষেত্র থেকে শুরু আমাদের নিত্য দিনের অনেক কাজ খুব সহজে করতে পারবো।
এই কোর্সটি কাদের জন্য?
যে কেউ এই কোর্সে অংশগ্রহন করতে পারবে। এই কোর্সটির জন্য কোন পূর্বশর্ত না থাকায় একেবারে নতুনরাও এই কোর্সে যোগ দিতে পারবে।
এই কোর্সটি করে,
ছাত্র ছাত্রী
সদ্য গ্র্যাজুয়েট
প্রফেশনাল
সহ সবাই নিজ নিজ জায়গায় তাদের দক্ষতা বাড়িয়ে নিতে পারবেন।
কোর্সটি থেকে বিশেষ যা যা পাচ্ছেন
১ ঘন্টার বেশি সময়ে ১০ টি এক্সক্লুসিভ লেকচার
কোর্স শেষ করার পর পরিক্ষা দেওয়ার সুযোগ
যেকোনো সমস্যা নিয়ে ফোরামে আলোচনা করার সুযোগ
পুরো লার্নিং প্রসেস নিয়ে ধাপে ধাপে গাইডলাইন
HRDI এবং Skill Jobs থেকে সার্টিফিকেট
Course Link: https://goedu.ac/courses/technology/effective-use-of-google/