Daffodil International University

Religion & Belief (Alor Pothay) => Islam => Hadith => Topic started by: ashraful.diss on May 29, 2024, 11:29:43 AM

Title: হাদীস নং ৯
Post by: ashraful.diss on May 29, 2024, 11:29:43 AM
হাদীস নং ৯

উত্তম চরিত্র মুমিনের পাথেয়। বাবা-মা, ভাই-বোন, আত্নীয়স্বজন, পাড়া-প্রতিবেশী সকলের সাথে উত্তম আচরণ করলে আল্লাহ খুশি হন।। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

الْبِرُّ حُسْنُ الْخُلُقِ

অর্থঃ উত্তম চরিত্রই হলো পুণ্য। (মুসলিম, ২৫৫৩; তিরমিযি, ২৩৮৯)

তোমরাও সকলের সাথে উত্তম আচরণ করবে। সব সময় উত্তম চরিত্রের অধিকারী হতে চেষ্টা করবে।

চলবে....................................