Daffodil International University

Religion & Belief (Alor Pothay) => Islam => Hadith => Topic started by: ashraful.diss on May 30, 2024, 10:00:21 AM

Title: হাদীস নং ১০
Post by: ashraful.diss on May 30, 2024, 10:00:21 AM
হাদীস নং ১০

বন্ধুরা,আজকে একটি চমৎকার হাদীস বলব আপনাদের। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

كُلُّ مَعْرُوف صَدَقَة

অর্থঃ প্রত্যেক ভালো কাজই সদাক্বাহ্। (বুখারী,৬০২১; মুসলিম,১০০৫)

ভালো কাজ করলেই সাদাকাহ’র সাওয়াব! দারুণ না? অতএব, আজ থেকে কোনো কাজকেই ছোট মনে করবে না। বড় হোক ছোট হোক যে কোন ভালো কাজে সবার থেকে এগিয়ে থাকার চেষ্টা করবে। মনে থাকবে তো?

চলবে..........................................