Daffodil International University
Religion & Belief (Alor Pothay) => Islam => Hadith => Topic started by: ashraful.diss on June 01, 2024, 09:32:07 AM
-
হাদীস নং ১১
গত পোষ্টে আমরা কী শিখেছিলাম, মনে আছে? গত পোষ্টে আমরা শিখেছিলাম, প্রতিটি ভালো কাজই সাদাকাহ। আজকে আমরা এর চেয়েও সহজে সাদাকাহ’র সাওয়াব লাভের উপায় শিখব। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
الكلمة الطّيبَة صَدَقَة
অর্থঃ ভালো কথা সাদাকাহ। বুখারী, ২৯৮৯;মুসলিম,১০০৯)
সাদাকাহ করলে যেমন আল্লাহ সাওয়াব দেন, তেমনি ভালো কথা বললেও সাওয়াব দেন। তাই, আজ থেকে আপনারা কথা বলার সময় শুধু ভালো কথাই বলবেন। ঠিক আছে?
চলবে...................................................