Daffodil International University
Science & Information Technology => AI Tools => Topic started by: Md. Abul Bashar on September 21, 2024, 08:39:45 AM
-
মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট ‘চ্যাটজিপিটি’ যেকোনো প্রশ্নের উত্তর দ্রুত ও নির্ভুলভাবে জানাতে পারে। ব্যবহারকারীর নির্দেশমতো নিজ থেকে বার্তা, নিবন্ধ বা কবিতাও লিখে দেয় চ্যাটবটটি। তাই অনেকেই নিয়মিত চ্যাটবটটি ব্যবহার করেন। কিন্তু চ্যাটজিপিটি চ্যাটবট ব্যবহারকারীদের বিভিন্ন প্রম্পট ও তথ্য গোপনে সংগ্রহ করে প্রশিক্ষণের কাজে ব্যবহার করে থাকে। ফলে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। তবে চাইলেই চ্যাটজিপিটি চ্যাটবটে ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ কার্যক্রম বন্ধ করা যায়। চ্যাটজিপিটি চ্যাটবটের তথ্য সংগ্রহ কার্যক্রম বন্ধের পদ্ধতি দেখে নেওয়া যাক।
তথ্য সংগ্রহ কার্যক্রম বন্ধের জন্য প্রথমে স্মার্টফোন থেকে চ্যাটজিপিটি অ্যাপে প্রবেশ করতে হবে। এরপর ওপরের বাঁ দিকে থাকা দুটি রেখা মেনুতে ট্যাপ করতে হবে। এবার নিচে থাকা অ্যাকাউন্ট নামের পাশে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করতে হবে। এরপর পরের পৃষ্ঠায় অ্যাকাউন্ট অপশনের নিচে থাকা ডেটা কন্ট্রোলস বাটনে ট্যাপ করে ‘ইমপ্রুভ দ্য মডেল ফর এভরিওয়ান’ ও ‘ইমপ্রুভ ভয়েস ফর এভরিওয়ান’–এর পাশে থাকা টগল দুটি বন্ধ করতে হবে। টগল দুটি বন্ধ থাকলে ব্যবহারকারীদের চ্যাট হিস্ট্রি ও ভয়েস চ্যাট হিস্ট্রির কোনো তথ্য সংগ্রহ করতে পারবে না চ্যাটজিপিটি।