Daffodil International University

Students' Affairs (DSA Office) => Events & Activities => Topic started by: Fahmi Hasan on September 21, 2024, 12:24:19 PM

Title: "ক্যাম্পাসে কাঁঠাল উৎসব- ২০২৪"
Post by: Fahmi Hasan on September 21, 2024, 12:24:19 PM
☀️ মধুমাস, জ্যৈষ্ঠমাসে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের গাছে গাছে জাতীয় ফল কাঁঠালের মহাসমারোহ। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ক্যাম্পাসে কাঁঠাল পরিবেশন করতে আমরা প্রতিবারের মতো এবারো আয়োজন করেছি ২ দিনব্যাপী "ক্যাম্পাসে কাঁঠাল উৎসব"। গত ৫-৬ জুন ২০২৪ তারিখে বনমায়ায় আয়োজিত হয়েছে "ক্যাম্পাসে কাঁঠাল উৎসব- ২০২৪"।
📅 তারিখ- ৫ এবং ৬ জুন ২০২৪
⏰ সময়- সকাল ১১ঃ০০ টা থেকে দুপুর ১২ঃ০০ টা এবং দুপুর ২ঃ০০ টা থেকে ৩ঃ০০ টা
🏞 স্থান- বনমায়া, ড্যাফোডিল স্মার্ট সিটি

(https://scontent-ccu1-2.xx.fbcdn.net/v/t39.30808-6/448040121_856901939799091_776351669047707216_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=f727a1&_nc_eui2=AeHiwr1tZMnCatLb6tN6CRVYLa3v-l3CEJMtre_6XcIQk6ltqC1spsiN8zOCzz_dp8s&_nc_ohc=TSe9sxwIcwMQ7kNvgFEBIWc&_nc_ht=scontent-ccu1-2.xx&_nc_gid=A1vujdn_LzOQLW4YdjKHGKA&oh=00_AYCWTn2moq1mEqhgXKIWPBULsPi-V3iok4PEr08Fwrf12A&oe=66F45058)