Daffodil International University

Science & Information Technology => Artificial Intelligence (AI) => Agentic AI => Topic started by: Imrul Hasan Tusher on January 28, 2025, 01:12:28 PM

Title: প্রতিষ্ঠানে কর্মী হিসেবে কাজ শুরু করছে ‘এআই এজেন্ট’
Post by: Imrul Hasan Tusher on January 28, 2025, 01:12:28 PM
প্রতিষ্ঠানে কর্মী হিসেবে কাজ শুরু করছে ‘এআই এজেন্ট’

(https://images.prothomalo.com/prothomalo-bangla%2F2025-01-08%2F5d50a3l4%2Fsam-altman.jpg?rect=0%2C0%2C5472%2C3648&auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=640&dpr=1.0)

ওপেনএআইয়ের প্রধান স্যাম আল্টম্যানফাইল ছবি: রয়টার্স

কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সযুক্ত (এআই) কিছু প্রোগ্রাম বা সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে বেনামে কাজ করতে পারে। এগুলো কৃত্রিম বুদ্ধিমান প্রতিনিধি বা এআই এজেন্ট নামে পরিচিত। ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে এ ধরনের এআই এজেন্টের ব্যবহার শুরু হয়েছে। প্রযুক্তি বিশ্বে চ্যাটজিপিটি নামের ভার্চ্যুয়াল প্রোগ্রাম তৈরি করে পরিচিতি পাওয়া মার্কিন প্রতিষ্ঠান ওপেনএআইয়ের প্রধান স্যাম আল্টম্যান এআই এজেন্টের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন। তিনি বলছেন, এ বছরের কর্মশক্তিতে যুক্ত হতে পারে এআই এজেন্ট নামের একধরনের ভার্চ্যুয়াল কর্মীরা।

ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম আল্টম্যানের লেখা একটি ব্লগ পোস্ট গত সোমবার প্রকাশিত হয়েছে। তাতে তিনি লিখেছেন, এ বছর বিভিন্ন সংস্থার হয়ে প্রথম কৃত্রিম বুদ্ধিমান এজেন্টগুলো কাজ করা শুরু করে দিতে পারে।

চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআইয়ের পেছনে বিনিয়োগ করেছে বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে তাদের এআই এজেন্ট তৈরির ঘোষণা দিয়েছে। এই এজেন্ট মূলত স্বয়ংক্রিয়ভাবে নানা কাজ সম্পন্ন করতে পারে। ভার্চ্যুয়াল এই এজেন্টকে নিয়োগদাতাও পাওয়া গেছে। পরামর্শক প্রতিষ্ঠান ম্যাকিনসে ওপেনএআইয়ের ভার্চ্যুয়াল এজেন্ট নিয়োগ দিচ্ছে।

স্যাম আল্টম্যান লিখেছেন, ‘আমরা বিশ্বাস করি, ২০২৫ সালে হয়তো প্রথম এআই এজেন্টদের “কর্মী বাহিনীতে যোগদান করতে” এবং কোম্পানির কাজের ফল পরিবর্তন করতে দেখতে পারব।’

ওপেনএআই যে এআই এজেন্ট তৈরি করছে, তার কোডনাম দেওয়া হয়েছে ‘অপারেটর’। এ মাসেই নতুন এই এজেন্টের ঘোষণা দেওয়া হয়েছে। এর আগে মাইক্রোসফটের পক্ষ থেকে কোপাইলট স্টুডিও ও অ্যানথ্রোপিক নামের একটি প্রতিষ্ঠান ক্লড ৩.৫ সনেট এআই মডেলের ঘোষণা দেয়। এ ধরনের এজেন্টগুলো নিজে থেকেই কম্পিউটারে মাউসের কার্সর নড়াচড়া ও টেক্সট টাইপ করার কাজ করতে সক্ষম হবে।

Source: https://www.prothomalo.com/world/c4iue9vrac