Daffodil International University
Faculty of Allied Health Sciences => Nutrition and Food Engineering => Topic started by: mehnaz on February 15, 2012, 10:34:54 AM
-
প্রতি চার জনে প্রায় একজন মানুষ ঘুমের চেয়ে অনলাইনে বেশি সময় কাটায়। নতুন এক গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে।
এতে দেখা গেছে, ৫১ শতাংশ মানুষই ই-মেইল বা ফেইসবুক চেক করতে না পারলে ‘ই-উদ্বিগ্নতায়’ ভোগে।
গবেষণা পরিচালনা করেছে যুক্তরাজ্যের ইন্টারনেট ব্যবসায়ী প্রতিষ্ঠান স্কাই ব্রডব্যান্ড। এর ফল প্রতিবেদন আকারে প্রকাশ করেছে দ্য ‘ডেইলি মেইল’ পত্রিকা।
গবেষণায় আরো দেখা গেছে, ছেলেরা দিনের অনেকাংশ অনলাইনে ব্যয় করে।
প্রতি চারজনে একজনের বেশি পুরুষ অনলাইনে প্রতিদিন ছয় ঘন্টা বা তারো বেশি সময় ব্যয় করে। অন্যদিকে প্রতি পাঁচ জনে একজন নারী তা করে।
অন্যদিকে, প্রতি তিন জনে একজন কাজের ফাঁকে ফাঁকে এক দিনে ছয় বারের বেশি ব্যক্তিগত ই-মেইল চেক করে।
এছাড়া, প্রতি ২০ জনে ১ জন দিনে ২০ বার মেইল চেক করে এবং প্রতি ৭ জনে ১ জন দিনে ছয় বারের বেশি সামাজিক সাইটগুলো চেক করে।
(collected)
-
‘ই-উদ্বিগ্নতা’ !!!!!!!
-
junk browsing is really bad for our health. this habit is not productive, rather affects us by wasting our time. thanks for the statistics you mentioned in your post.
-
Very Very interesting, everyone is doing these all things everyday unconsciously...