Daffodil International University
IT Help Desk => Use of PC => Topic started by: Sultan Mahmud Sujon on February 21, 2012, 06:37:19 AM
-
আমাদের অনেক সময় একটি নির্দিষ্ট সময় পর পিসি বন্ধ করতে হয়। যেমন মনে করুন কোন কিছু ডাউনলোড দিলেন। ফাইলটি ডাউনলোড হতে লাগবে প্রায় ১ ঘন্টা। আপনি চাচ্ছেন যে ফাইলটি ডাউনলোড হবার পর পরই আপনার পিসি বন্ধ হয়ে যাবে। এই ফাকেঁ আপনি ঘুমাতে চলে যেতে চাচ্ছেন। এই কাজটি করার জন্য অবশ্যই আপনার একটি টাইমার সফটওয়্যার এর প্রয়োজন হবে। কিন্তু আজ আপনাদের শিখাবো কিভাবে কাজটি কোন সফটওয়্যার ছাড়াই করতে পারেন। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
Desktop এর খালি যায়গায Right click করে New থেকে Shortcut click করুন।
Text box এ SHUTDOWN -s -t 30 টাইপ করে Next>Finish click করুন।
Desktop এ দেখুন Shutdown.exe নামে একটি আইকন তৈরী হয়েছে।
আইকনটিতে ডাবল ক্লিক করে দেখুন System Shutdown নামে একটি Box দেখা যাচেছ এবং ৩০ সেকেন্ড হওয়ার সাথে সাথে আপনার কম্পিউটারটি Shutdown হয়ে যাবে।
উলেখ্য যে, আপনি ৩০ সেকেন্ড এর বেশি সময় নির্ধারন করতে চাইলে SHUTDOWN -s –t এর পরে আপনার প্রয়োজন অনুযায়ী টাইম সেট করতে পারবেন। যেমন 20 মিনিটের জন্য 1200 second টাইপ করে দিতে পারেন।
Restart করার জন্য SHUTDOWN -s -t 30 “s†এর পরিবর্তে “r†টাইপ করে দিলেই নির্দিষ্ট সময়ে পিসি Restart হবে।
-
I've done it.
Thank you. :)