Daffodil International University

IT Help Desk => Use of PC => Topic started by: Sultan Mahmud Sujon on February 21, 2012, 07:34:53 AM

Title: এবার এক্সপির গেস্ট একাউন্টেও পাসওয়ার্ড দù
Post by: Sultan Mahmud Sujon on February 21, 2012, 07:34:53 AM
(http://3.bp.blogspot.com/-Kbfbko1Jgl8/TjmToSWfSYI/AAAAAAAAAGo/8J9PWMhAiOs/s320/winxp_guest_acct.jpg)

আমরা সাধারণত সবাই (যারা যারা এক্সপি ব্যবহার করে থাকেন) এডমিনিস্ট্রেটর একাউন্ট ব্যবহার করি। আমরা জানি কম্পিউটারের সমস্ত এডমিনিস্ট্রেটিভ পাওয়ার অন্যের হাতে তুলে দেওয়াটা কতটুকু ভয়ংকর হতে পারে।
তাই এ সমস্যার সমাধান হিসেবে অনেকেই এক্সটির গেস্ট একাউন্ট ব্যবহার করে থাকে। গেস্ট একাউন্টের মূল সুবিধা হচ্ছে একজন গেস্ট ইউজার কোনভাবেই কম্পিউটারের মূল সফটওয়্যার কাঠামো পরিবর্তন করার কোন ক্ষমতাই পায় না। অর্থাৎ সে চাইলেই কোন সফটওয়্যারের কোন ক্ষতি করতে পারবে না। এছাড়াও আরো বিভিন্ন সুবিধা রয়েছে এই গেস্ট একাউন্টে। কিন্তু এই গেস্ট একাউন্টের মূল অসুবিধা হচ্ছে এতে পাসওয়ার্ড প্রদান করা যায় না। এক্সপিতে সাধারণ কন্ট্রোল প্যানেল ব্যবহার করে গেস্ট একাউন্টে পাসওয়ার্ড দেয়া যায় না। গেলেও পদ্ধতিগুলো খুবই জটিল। তাই এই সমস্যার সমাধান হিসেবে আজ আপনাদের শিখাবো কিভাবে সবচেয়ে সহজ পদ্ধতিতে গেস্ট একাউন্টে পাসওয়ার্ড প্রদান করা যাবে। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।
১। প্রথমে আপনার এডমিনিস্ট্রেটর (সাধারণ ইউজার) একাউন্টে প্রবেশ করুন।
২। এবার Win+R চেপে রান ডায়লগ বক্স আসলে সেখানে CMD লিখে এন্টার চাপুন।
৩।এবার ডস উইন্ডো আসলে (সাধারণত কালো স্ক্রীণ) সেখানে net user guest * লিখে এন্টার চাপুন।
৪। তাহলে এবার আপনার কাছ থেকে পাসওয়ার্ড চাইবে (সাধারণত দুইবার)।
ব্যস হয়ে গেল। এবার আপনার গেস্ট একাউন্ট খোলার চেষ্টা করুন। দেখুন পাসওয়ার্ড ছাড়া খুলতে পারছেন কিনা।