Daffodil International University

General Category => Common Forum => Topic started by: sajol on February 21, 2012, 06:34:34 PM

Title: মাগো, ওরা বলে
Post by: sajol on February 21, 2012, 06:34:34 PM
(http://media.somewhereinblog.net/images/thumbs/roopnagar_1266691069_1-l_66ffe170b8e952974b95a91a556809f6.jpg)
মাগো, ওরা বলে

------কবি আবু জাফর ওবায়দুল্লাহ

‘কুমড়ো ফুলে ফুলে
নুয়ে পড়েছে লতাটা,
সজনে ডাঁটায়
ভরে গেছে গাছটা,
আর, আমি ডালের বড়ি
শুকিয়ে রেখেছি—
খোকা তুই কবে আসবি!
কবে ছুটি?’

চিঠিটা তার পকেটে ছিল,
ছেঁড়া আর রক্তে ভেজা।
‘মাগো, ওরা বলে,
সবার কথা কেড়ে নেবে
তোমার কোলে শুয়ে
গল্প শুনতে দেবে না।
বলো, মা, তাই কি হয়?

তাইতো আমার দেরী হচ্ছে।
তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে
তবেই না বাড়ী ফিরবো।
লক্ষ্মী মা রাগ ক’রো না,
মাত্রতো আর কটা দিন।’

‘পাগল ছেলে’
মা পড়ে আর হাসে,
‘তোর ওপরে রাগ করতে পারি!’

নারকেলের চিঁড়ে কোটে,
উড়কি ধানের মুড়কি ভাজে
এটা সেটা আরো কত কি!
তার খোকা যে বাড়ী ফিরবে!
ক্লান্ত খোকা!

কুমড়ো ফুল
শুকিয়ে গেছে,
ঝ’রে প’ড়েছে ডাঁটা;
পুঁইলতাটা নেতানো,—
‘খোকা এলি?’
ঝাপসা চোখে মা তাকায়
উঠোনে, উঠোনে
যেখানে খোকার শব
শকুনিরা ব্যবচ্ছেদ করে।

এখন,
মা’র চোখে চৈত্রের রোদ
পুড়িয়ে দেয় শকুনিদের।
তারপর,
দাওয়ায় ব’সে
মা আবার ধান ভানে,
বিন্নি ধানের খই ভাজে,
খোকা তার
কখন আসে! কখন আসে!

এখন,
মা’র চোখে শিশির ভোর,
স্নেহের রোদে
ভিটে ভরেছে।

বিনম্র শ্রদ্ধাঞ্জলী ভাষা শহীদদের চরণে...


মাগো, ওরা বলে mp3 ডাউনলোড করুন এখান থেকে (http://www.mediafire.com/?5ir6c0e5644blnl)
Title: Re: মাগো, ওরা বলে
Post by: arefin on February 25, 2012, 01:34:57 PM
Thanks for reminding the touchy poem.
Title: Re: মাগো, ওরা বলে
Post by: M.K Hasan on February 29, 2012, 01:09:56 PM
বিনম্র শ্রদ্ধাঞ্জলী ভাষা শহীদদের চরণে...