Daffodil International University
Religion & Belief (Alor Pothay) => Islam => Hadith => Topic started by: arefin on February 28, 2012, 10:56:13 PM
-
হযরত যায়েদ ইবনে সাবেত (রা) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি তোমরা মৃত্যু ও তার আগমন সম্পর্কে জানতে তাহলে অবশ্যই দুনিয়ার মোহ ও তার চাকচিক্যকে ঘৃণা করতে। আর এমন কোন ঘর নেই যেখানে মালাকুল মাউত প্রত্যহ দু'বার তাদেরকে মৃত্যুর ব্যাপারে আগাম সতর্ক করেন না। যখন কারো বয়স পূর্ণ হয়ে যায় তখন তিনি তার রূহ কবয করে নেন। এরপর যখন তার আত্মীয় স্বজন কান্নাকাটি আরম্ভ করে তখন মালাকুল মাউত বলেন যে,' তোমরা কাঁদছ কেন? আল্লাহর কসম! আমি তোমাদের জীবন থেকে কোন অংশ কমিয়ে দেইনি, আমার কোন দোষ নেই। আমি তোমাদের মাঝে আবার আসব, আবার আসব, আবার আসব; এমনকি তোমাদের কাউকে আমি ছাড়ব না।'
-- দাইলামী,কানযুল উম্মাল,হাদীস নং-৪২১৩৩
-
Every people one day must die, so we are trying to follow the ways of Hazrat Mohammed (SM).
Thanks sir.