Daffodil International University
Religion & Belief (Alor Pothay) => Islam => Allah: My belief => Topic started by: arefin on March 03, 2012, 11:11:08 PM
-
মহাশূন্যে বৃহস্পতি ও মঙ্গলের মাঝে প্রায় ১ সেঃমিঃ হতে প্রায় ১ হাজার সেঃমিক ব্যাস সম্পন্ন অগণিত ভাসমান পাথরের স্তুপ পরিভ্রমন করছে, যাদের মাঝে রয়েছে এস্টিরয়েড(Asteroid),মিটিওরিট(Meteorite) ও উল্কাপিন্ড প্রভৃতি ভাসমান পাথরের এক সুবিশাল বেল্ট,এগুলোকে এককথায় গ্রহানুপুঞ্জ বলা হয়।গ্রহানুপুঞ্জের এই বেল্ট(Belt) আবিষ্কৃত হয় ১৮০১ সালে।গ্রহানুপুঞ্জের পাথর খন্ডগুলোর মাঝে সংঘর্ষের ফলে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র পাথরখন্ড প্রতিনিয়তই পৃথিবীর দিকে ধেয়ে আসে।কিন্তু সেগুলো পৃথিবীর বায়ুমন্ডলে এসে জ্বলে ভস্ম হয়ে যায়।
মহাজাগতিক কারণে মাত্র ১ কিঃমিঃ ব্যাস সম্পন্ন একটি পাথরের আঘাতেও পৃথিবীর ইতিহাস চিরদিনের জন্য মিটে যেতে পারে।আল্লাহ্ তা'আলা বলেছেন, কিয়ামতের সময় তিনি গ্রহানুপুঞ্জ নিক্ষেপ করবেন। যখন এসব পাথরগুলো প্রচণ্ড জ্বলন্ত অগ্নিমূর্তিতে ভূ-পৃষ্ঠে আঘাত হেনে নিশ্চিহ্ন করে দিবে জীবনের স্পন্দন।
আল্লাহ্ তা'আলার কথা কতই না সত্য-
وَمَا خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا لَاعِبِينَ
আমি নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছু ক্রীড়াচ্ছলে সৃষ্টি করিনি।
(সূরা দুখান-৩৮)