Daffodil International University

Bangladesh => Positive Bangladesh => Topic started by: M Z Karim on March 07, 2012, 07:50:52 PM

Title: বাংলাদেশ চলছে এভাবেই
Post by: M Z Karim on March 07, 2012, 07:50:52 PM
বাসের এক সিটে দুই জন যাত্রী বসে আছেন। একজন এমনি বসে আছেন এবং আরেকজন সিগারেট টানছেন।

অপর যাত্রী সিগারেটখোরকে বাসের ভেতরের একটি সতর্কবার্তা লেখা দেখিয়ে দিয়ে বললেন, "ভাই দেখেন না, লেখা আছে, ধূমপান নিষেধ?"

... সেটা শুনে সিগারেটখোর আরেকটি সতর্কবার্তা লেখা দেখিয়ে দিয়ে বললেন,"আপনার কোনো অভিযোগ থাকলে চালককে বলুন।"

সেটা দেখে অপর যাত্রী চালকের কাছে গিয়ে বলছে, "চালক ভাই, আমার পাশের সিটের ঐ ভদ্রলোক ধূমপান করছেন ...এবং আমার সমস্যা হচ্ছে, আপনি একটু বিষয়টা দেখবেন।"

তাই শুনে চালক বাসের ভেতরের আরেকটি সতর্কবার্তা লেখা দেখিয়ে দিয়ে বললেন, "চলন্ত গাড়ীতে চালকের সাথে কথা বলবেননা।"

[মরাল : বাংলাদেশ চলছে এভাবেই, সবাই আইন দেখায়, কিন্তু কেউই আইন মানেনা।]

[সংগ্রহীত]
Title: Re: বাংলাদেশ চলছে এভাবেই
Post by: jas_fluidm on March 07, 2012, 08:09:09 PM
extremely valuable post