Daffodil International University
Bangladesh => Heritage/Culture => Topic started by: Sultan Mahmud Sujon on March 10, 2012, 05:49:03 PM
-
আমাদের মাতৃ ভুমি বাংলাদেশ হচ্ছে সকল দেশের রানী। আমাদের এই দেশে আছে কত কিছু। আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বিভিন্ন স্থানের বর্ননা
সুন্দরবন
বাংলাদেশের সবচেয়ে বড় বন হল সুন্দরবন। বৃহত্তর খুলনা জেলার দক্ষিণাঞ্চল এবং পটুয়াখালি জেলার দক্ষিণ পশ্চিমাংশের মোট ৫১০০ বগ কি. মি. এলাকা নিয়ে সুন্দরবন গঠিত।
(http://www.bangla2000.com/Bangladesh/images/sundarbans.jpg)
সেন্টমাটিন দ্বীপ
ভূতাত্তিকভাবে সেন্টমাটিন দ্বীপ একটি মহাদেশীয় দ্বীপ। তবে এখানে কিছু প্রবাল জন্মে। সেজন্য অনেকেই এটিকে প্রবাল দ্বীপ বলে মনে করে। এটি টেকনাফের মূল ভূ-খন্ড হতে সমুদ্রের প্রায় ১২ কি.মি. ভেতরে অবস্থিত। দ্বীপটি দৈঘ্য প্রায় ৫ কি.মি.।
(http://images.travelpod.com/users/will/thumbnail.large.no_end_in_sight.1140805800.01_-_early_morning_at_teknaf.jpg)
(http://images.travelpod.com/users/will/thumbnail.large.no_end_in_sight.1140805800.09_-_beach_on_stx_martinxs.jpg)
(http://images.travelpod.com/users/will/thumbnail.large.no_end_in_sight.1140805800.08_-_look_a_foreignerx.jpg)
(http://images.travelpod.com/users/will/thumbnail.large.no_end_in_sight.1140805800.11_-_sunset.jpg)
কুয়াকাটা
কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণাঞ্চলে পটুয়াখালি জেলায় অবস্থিত । এটা এমন এক সী বীচ যেখান থেকে সূযদয় এবং সূযাস্ত দুটোই দেখা যায়। আপনি বাসে করে এখানে যেতে পারেন অথবা যদি বিমানে করে যেতে চান তবে আপনাকে প্রথমে বিমানে করে বরিশাল যেতে হবে এবং এরপর বোটে করে আপনাকে কুয়াকাটায় আসতে হবে। কুয়াকাটার এই বিস্ময়কর সৌন্দযের জন্য কুয়াকাটাকে সাগরকন্যা নামে অভিহিত করা হয়।
(http://www.bangla2000.com/Bangladesh/images/Kuakata.jpg)
মহেশখালি
কক্সবাজার জেলার অন্তগত বাঁশখালি নদীর তীরে অবস্থিত একটি দ্বীপ। এই দ্বীপের প্রধান আকষণ হল শুটকি মাছ এবং মিঠা পানি। দ্বীপের ব্যাপক এলাকা জুড়ে প্রায় ১০৭ বগ একর জমিতে লবণ চাষ করা হয়। প্রাকৃতিক সৌন্দয হিসেবে মহেশখালিতে রয়েছে নৈসগিক পরিবেশ। এর পাহাড়ের উপর অবস্থিত আদিনাথ মন্দিরকে ঘিরে উঠেছে পযটন কেন্দ্র। এটি বাংলাদেশের একমাত্র পাহাড়িয়া দ্বীপ।
(http://images.travelpod.com/users/tripbuddies/thumbnail.large.1.1252413646.moheshkhali.jpg)
(http://t3.gstatic.com/images?q=tbn:Zd7_zqUArk-QXM:http://ebestasia.com/images/HPIM1102-715048.jpg)
(http://t3.gstatic.com/images?q=tbn:EOe3uOMg_jG7TM:http://img.photobucket.com/albums/v457/Dhaka/moheshkhali_island_hill_pagoda_2003.jpg)
সোনাদিয়া দ্বীপ
বঙ্গোপসাগরের গভীরে জেগে উঠা দ্বীপ সোনাদিয়া। প্রধানত দুটি কারণে দ্বীপটি প্রসিদ্ধ। প্রথমত এই দ্বীপের ব্যপক এলাকা জুড়ে বিশেষ করে গ্রীষ্ম মৌসুমে প্রচুর মাছ আহরিত হয়। দ্বিতীয়ত শীত মৌসুমে পৃথিবীর উত্তর গোলাধ থেকে হাজার হাজার অতিথি পাখি এখানে আগমন করে। এই দ্বীপে বসেই বঙ্গোপসাগরের উত্তাল তরঙ্গমালা অবলোকন করা যায়। এখানে কোন মানুষের স্থায়ী বসবাস নেই। তবে মংস আহরণ করতেই অনেকেই এখানে আগমন করে।
(http://2.bp.blogspot.com/_ffL4Qw108lk/SYb9V_nOX_I/AAAAAAAAABI/gcoPAbi-qX4/s400/3.JPG)
নিঝুম দ্বীপ
১৯৬০ সালে নোয়াখালী জেলার জেলেরা এই দ্বীপ আবিষ্কার করে। তখন এই দ্বীপের নাম দেয়া হয়েছিল বালুয়ার চর বা বাউলার চর। ১৯৭০ সালের ঘূনিঝড়ে ১১ জন বাদে সাতশত অধিবাসী নিহত হয়। তারপরই এই দ্বীপটির নাম দেয়া হয় নিঝুম দ্বীপ। দ্বীপের চারদিকে সমুদ্র, কোন যোগাযোগ ব্যবস্থা নেই। এখানকার অধিবাসীদের সবাই জেলে। বন্য প্রাণি সংরক্ষণের জন্য হরিণ, বানর এবং অজগর ছাড়া হয়েছে এই বনে।
(http://t0.gstatic.com/images?q=tbn:VsjUEYoG_Nr1BM:http://farm4.static.flickr.com/3276/3069024194_e02749cc15_m.jpg)
-
Thanks a lot for the informative post.