Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Faculty Forum => Topic started by: Sultan Mahmud Sujon on March 12, 2012, 06:08:14 AM

Title: ঘাড়, কোমড় ও হাটু ব্যথা রোগীদরে জন্য পরার্মশ
Post by: Sultan Mahmud Sujon on March 12, 2012, 06:08:14 AM
বিভিন্ন কারণে যাদের ঘাড়ে, কোমড়ে ও হাটুতে ব্যথা হয়েছে তারা নিম্নের নিয়মগুলো পালন করবেন-


১. মরেুদন্ড ও ঘাড় বাঁকা করে (নীচু হয়ে) কোন কাজ করবনে না।
২. যে কোন একদিকে কাঁত হয়ে হাতে ভর দিয়ে  শোয়া থেকে উঠবনে।
৩. পিড়া, মোড়ায় না বসে পিঠে সাপোর্ট দিয়ে চেয়ারে বসবেন।
৪. হাটু ভাঁজ করে বসা উচিৎ নয়।
৫. ফোমের বিছানায় (নরম বিছানায়) শোয়া নিষেধ।
৬. চেয়ার-টেবিলে বসে ভাত খেতে হবে।
৭. নির্দেশ মত নিয়মিত ব্যায়াম করবেন।
৮. উপদেশ মত ফিজিক্যাল থেরাপী নিবেন।
৯. দাঁড়িয়ে রান্না করবেন, প্রয়োজন হলে চেয়ারে বসে রান্না করবেন।
১০. আক্রান্ত স্থানে অল্প গরম পানিতে তোয়ালে ভিজেয়ে শাক দিবেন।
১১. কোন জিনিস তোলার সময় সোজা হয়ে বসে তুলবেন।
১২. ঝরণায় অথবা সোজা হয়ে বসে গোসল করবেন।
১৩. উপুর হয়ে ঘুমাবেন না, শুয়ে টিভি দেখবেন না।
১৪. হাই-হিল যুক্ত জুতা পরবেন না।
১৫. যাত্রার সময় সামনের অথবা মাঝামাঝি আসনে বসুন।
১৬. কলার/করসেট বেল্ট দেয়া হলে তা ভ্রমনের সময় অবশ্যই পরবেন, ঘুমানোর সময় ও ব্যয়াম করার সময় খুলে রাখবেন।
১৭. লেখা পড়া করার জন্য মাইনাস ডেস্ক ব্যবহার করবেন।
১৮. বোতল হাতে ঘার বাঁকা করে পানি পান করবেন না।
১৯. গাল সেভ করার সময় মাথা বাকা না করাই উত্তম।
২০. উঁচু কমোডে বা চেয়ারে ছিদ্র করে বসে পায়খানা করবেন।
২১. দীর্ঘক্ষন ধরে হাটা বা দৌড়ানো ঠিক নয়।
২২. দীর্ঘ সময় যাবত দাঁড়িয়ে কিংবা বসে থাকবেন না, মাঝে মাঝে অবস্থান বদলাবেন।
২৩. হাঁটার সময় নির্দেশ মত লাঠি ব্যবহার করবেন।
২৪. শোবার সময় একটি পাতলা নরম বালিশ দ্বারা ঘাড়ে সাপোর্ট দিয়ে ঘুমাবেন।
২৫. শেখানো ব্যয়াম দিনে দুইবার নিয়মানুযায়ী করবেন।
২৬. ব্যথা বেশী থাকা অবস্থায় কোন প্রকার ব্যায়াম করবেন না।
২৭. মোটা ব্যক্তির শরীরের ওজন কমাতে হবে।
২৮. কোন প্রকার মালিশ করবেন না।
২৯. ঝুকিপূর্ণ যানবাহন বা রাস্তা ব্যবহার করবেন না।
৩০. সিড়িতে ওঠার সময় ধীরে ধীরে হাতল ধরে সোজা হয়ে উঠবেন।
Title: Re: ঘাড়, কোমড় ও হাটু ব্যথা রোগীদরে জন্য পরার্মø
Post by: arefin on March 12, 2012, 10:56:30 AM
Thanks a lot. Very informative.
Title: Re: ঘাড়, কোমড় ও হাটু ব্যথা রোগীদরে জন্য পরার্মø
Post by: Sima on March 21, 2012, 10:13:01 AM
A necessary post...
Title: Re: ঘাড়, কোমড় ও হাটু ব্যথা রোগীদরে জন্য পরার্মø
Post by: Sharmin Jahan on March 22, 2012, 12:25:26 PM
it's really very effective.
Title: Re: ঘাড়, কোমড় ও হাটু ব্যথা রোগীদরে জন্য পরার্মø
Post by: Saba Fatema on May 14, 2012, 11:26:03 AM
Thanks for sharing the helpful post.
Title: Re: ঘাড়, কোমড় ও হাটু ব্যথা রোগীদরে জন্য পরার্মø
Post by: sushmita on May 15, 2012, 04:09:54 PM
beneficial post!
Title: Re: ঘাড়, কোমড় ও হাটু ব্যথা রোগীদরে জন্য পরার্মø
Post by: tany on May 15, 2012, 04:32:51 PM
Good post.
Title: Re: ঘাড়, কোমড় ও হাটু ব্যথা রোগীদরে জন্য পরারú
Post by: Shabnam Sakia on June 20, 2012, 01:01:18 PM
Thanks for sharing
Title: Re: ঘাড়, কোমড় ও হাটু ব্যথা রোগীদরে জন্য পরার্মø
Post by: sumon_acce on June 21, 2012, 01:05:59 PM
Very useful post for everyone.
Title: Re: ঘাড়, কোমড় ও হাটু ব্যথা রোগীদরে জন্য পরার্মø
Post by: sharifa on June 21, 2012, 02:42:18 PM
Thanks for necessary post.
Title: Re: ঘাড়, কোমড় ও হাটু ব্যথা রোগীদরে জন্য পরার্মø
Post by: Md. Minhajul Islam on June 24, 2012, 09:48:29 AM
thanks for the post as i'm also suffering these sorts of pain
Title: Re: ঘাড়, কোমড় ও হাটু ব্যথা রোগীদরে জন্য পরার্মø
Post by: Mohammad Salek Parvez on July 04, 2012, 12:43:12 PM
how to remember so many points ?
:SP:
Title: Re: ঘাড়, কোমড় ও হাটু ব্যথা রোগীদরে জন্য পরার্মø
Post by: shakhawat74 on July 07, 2012, 10:54:44 AM
Thanks a lot. Very informative.

no doubt its nice information but too many.
Title: Re: ঘাড়, কোমড় ও হাটু ব্যথা রোগীদরে জন্য পরার্মø
Post by: tany on July 08, 2012, 12:55:31 PM
nice post..
Title: Re: ঘাড়, কোমড় ও হাটু ব্যথা রোগীদরে জন্য পরার্মø
Post by: nusrat-diu on July 09, 2012, 02:33:02 PM
thanks for sharing those useful points to prevent joint pain.
Title: Re: ঘাড়, কোমড় ও হাটু ব্যথা রোগীদরে জন্য পরার্মশ
Post by: Sultan Mahmud Sujon on September 27, 2013, 11:30:53 PM
পড়ার জন্য সকলকেই ধন্যবাদ
Title: Re: ঘাড়, কোমড় ও হাটু ব্যথা রোগীদরে জন্য পরার্মশ
Post by: shan_chydiu on September 30, 2013, 02:11:00 PM
very helpful & useful tips. :)
Title: Re: ঘাড়, কোমড় ও হাটু ব্যথা রোগীদরে জন্য পরার্মশ
Post by: Sharmin Jahan on October 01, 2013, 09:19:29 AM
Very informative post. Thanks