Daffodil International University

Science & Information Technology => Science Discussion Forum => Topic started by: arefin on March 13, 2012, 08:35:05 PM

Title: দীর্ঘক্ষণ বসে থাকা ধুমপানের মতই ক্ষতিকর
Post by: arefin on March 13, 2012, 08:35:05 PM
দিনের বেশিরভাগ সময় বসে কাটালে হৃদযন্ত্রের সমস্যার কারণে মৃত্যু হওয়ার ঝুঁকি বাড়তে পারে বলে জানিয়েছেন গবেষকরা। এছাড়া ডায়াবেটিস ও হৃদরোগের মতো রোগগুলো আক্রমণ করতে পারে। এমনকি কোলেস্টরলও বেড়ে যেতে পারে। তাই বাসার টিভির সামনে কিংবা অফিসে বা বাসায় কম্পিউটারের সামনে কতক্ষণ বসে আছেন তা হিসেব রাখুন। বার বার উঠুন তবে কাজের ক্ষতি করে নয়। মাঝে মাঝে ফ্রি হ্যান্ড ব্যায়ামও করতে পারেন।
 
রচেস্টারের মায়ো ক্লিনিকের ডাক্তার মিন এই বিষয়টিকে ‘সিটিং ডিজিজ’ বলে অখ্যায়িত করেছেন।  অলসতার মন্দ প্রভাব হিসেবে ধুমপানের সঙ্গে এর তুলনা করেছেন। তারা মনে করছেন দীর্ঘক্ষণ বসে থাকা আর ধূমপান শরীরের জন্য একই রকম ক্ষতির বার্তা বয়ে নিয়ে আসে। তবে এ বিষয়টির আরো তথ্য প্রমাণ পেতে এখনও গবেষণা চলছে বলে গবেষকরা জানান। জেমস লেভিন নামের এক ডাক্তার মিনিএপলিস নামে একটি প্রতিষ্ঠানে এই গবেষণা কার্যক্রম পরিচালনা করেন। গবেষণার ওই প্রতিবেদনে বলা হয়, তিনি সেই প্রতিষ্ঠানে থাকা ৩০টি ডেস্ক সরিয়ে দেন যেন তারা হেঁটে হেঁটে সহজে কাজ করতে পারেন।

লেভিন ব্যক্তিগতভাবে নিজেও যখন কাজ করেন তখন ট্রেডমিলে দৌড়ে কাজ করেন। তার এই গবেষণা ছাড়াও বিশ্বব্যাপী এই ধরনের আরো গবেষণা চলছে। লেভিন বলেন, ‘দীর্ঘ সময় ধরে বসে থাকলে অনেক ধরনের স্বাস্থ্য সমস্যা ছাড়াও হাড়ের সমস্যার কারণে আপনার জীবন আয়ু দ্রুত কমে যেতে পারে।’ আর এক গবেষণায় দেখা যায় বয়স্ক মানুষ যারা দৈনিক দু’ঘণ্টা টেলিভিশনের সামনে বসে থাকেন তাদের চেয়ে যারা চার ঘণ্টা টেলিভিশন দেখেন তাদের মধ্যে ৮০ ভাগ বেশি মানুষের আগেই মৃত্যুর আশঙ্কা বেড়ে যায়। তিনি উদাহরণস্বরুপ বলেন, এই ধরনের সমস্যা ধূমপান বা অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের থেকে আলাদা। এক্ষেত্রে ব্যায়াম করাকে তিনি সমাধান হিসেবে দেখেননি। বরং দৈনিক কম সময় ধরে বসে থাকাকে উল্লেখ করেছেন। কারণ দৈনিক তিন ঘণ্টা ব্যায়াম করেও আপানি যদি টানা তিন ঘণ্টা বসে থাকেন তাও আপনার শরীরের জন্য ক্ষতিকর। তিনি বলেন, উঠে দাঁড়ান, এতে আপনার বসে থেকে যে ক্যালরি জমবে তার তিনভাগ নষ্ট করতে পারবেন। ফলে আপনার পেশির সংকোচন হবে এবং রক্তের সুগার ভেঙে যাবে। যদি আপনি বসে থাকেন তাহলে এর কিছুই হবে না।
তাহলে ভাবুন এখন আপনি কি করবেন? ঘণ্টার পর ঘণ্টা বসে বসে কাজ করবেন, না উঠে দাঁড়িয়ে একটু হাঁটাহাঁটি করবেন।
Title: Re: দীর্ঘক্ষণ বসে থাকা ধুমপানের মতই ক্ষতিকর
Post by: nature on March 13, 2012, 09:10:01 PM
Thanks sir for your valuable post. We should not sit long time at a time in one place. 
Title: Re: দীর্ঘক্ষণ বসে থাকা ধুমপানের মতই ক্ষতিকর
Post by: arefin on March 14, 2012, 09:22:23 PM
Yes we should not except in the exam hall  ;D ;D
Title: Re: দীর্ঘক্ষণ বসে থাকা ধুমপানের মতই ক্ষতিকর
Post by: sethy on March 14, 2012, 09:38:37 PM
WE should avoid sitting long time.
Thanks for share......
Title: Re: দীর্ঘক্ষণ বসে থাকা ধুমপানের মতই ক্ষতিকর
Post by: Sima on March 15, 2012, 10:12:06 AM
Useful post...we should move....
Title: Re: দীর্ঘক্ষণ বসে থাকা ধুমপানের মতই ক্ষতিকর
Post by: goon on March 15, 2012, 10:24:36 AM
nice post sir.
Title: Re: দীর্ঘক্ষণ বসে থাকা ধুমপানের মতই ক্ষতিকর
Post by: Narayan on March 18, 2012, 11:22:57 AM
Good valuable information.
Thanks for sharing.
Title: Re: দীর্ঘক্ষণ বসে থাকা ধুমপানের মতই ক্ষতিকর
Post by: bcdas on March 18, 2012, 03:17:05 PM
Yes,Narayan, but what about long journey?   
Title: Re: দীর্ঘক্ষণ বসে থাকা ধুমপানের মতই ক্ষতিকর
Post by: mehnaz on March 20, 2012, 11:43:52 AM
দীর্ঘক্ষণ বসে থাকা আর ধূমপান শরীরের জন্য একই রকম ক্ষতি...!!!  really alarming...
Title: Re: দীর্ঘক্ষণ বসে থাকা ধুমপানের মতই ক্ষতিকর
Post by: rumman on March 20, 2012, 11:56:45 AM
Yes, I do agree. If we get some time then we should little bit walk for good blood circulation.
Title: Re: দীর্ঘক্ষণ বসে থাকা ধুমপানের মতই ক্ষতিকর
Post by: nayeemfaruqui on May 16, 2012, 01:29:34 PM
Informative post
Title: Re: দীর্ঘক্ষণ বসে থাকা ধুমপানের মতই ক্ষতিকর
Post by: sumon_acce on May 17, 2012, 08:02:05 PM
Very valuable post
Title: Re: দীর্ঘক্ষণ বসে থাকা ধুমপানের মতই ক্ষতিকর
Post by: sadique on May 17, 2012, 08:21:21 PM
nice sharing sir,,,,we should be more careful about our health,,,,,we should avoid LIFT...