Daffodil International University

IT Help Desk => IT Forum => Topic started by: Narayan on March 21, 2012, 12:10:14 PM

Title: অক্টোবরে আসছে উইন্ডোজ-৮
Post by: Narayan on March 21, 2012, 12:10:14 PM
শীর্ষ সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট করপোরেশন আগামী গ্রীষ্মের মধ্যে অপারেটিং সিস্টেম উইন্ডোজের নতুন সংস্করণ তৈরির কাজ শেষ করবে। উইন্ডোজ-৮ নামের এই নতুন সংস্করণ চলতি বছরের অক্টোবরে বাজারে ছাড়া হবে।
উইন্ডোজ-৮ তৈরির সঙ্গে জড়িত লোকজনের বরাত দিয়ে অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানায়, মাইক্রোসফট আগামী এপ্রিল মাসের শুরুতে এ ব্যাপারে বিস্তারিত জানাবে। তবে ব্লুমবার্গের এ প্রতিবেদনের ব্যাপারে মাইক্রোসফটের মুখপাত্রের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি।
ব্লুমবার্গ আরও জানায়, উইন্ডোজ-৮-এ এআরএম প্রসেসরকে সমর্থন করে এসব সব ডিভাইস সংযোজন করা হয়েছে। এটি ইনটেল ও এএমডির এক্স৮৬ মাইক্রোপ্রসেসরকেও সমর্থন করবে। এক্স৮৬ মাইক্রোপ্রসেসরে চলে এমন ৪০টির বেশি কম্পিউটার উইন্ডোজ-৮-এর জন্য অপেক্ষা করছে। মাইক্রোসফট করপোরেশন গত বছরের জানুয়ারি মাসে কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে প্রথম উইন্ডোজ-৮ তৈরির ঘোষণা দেয়। তবে কবে নাগাদ এটি বাজারে আসবে, সে ব্যাপারে কোনো ঘোষণা দেয়নি।

courtesy: Prothom-Alo.
Title: Re: অক্টোবরে আসছে উইন্ডোজ-৮
Post by: goodboy on March 21, 2012, 06:01:26 PM
Great news for the variation lovers!!! it will be a bang to the different operating system users surely.
Title: Re: অক্টোবরে আসছে উইন্ডোজ-৮
Post by: arefin on March 21, 2012, 10:53:41 PM
Waiting for it........... :)
Title: Re: অক্টোবরে আসছে উইন্ডোজ-৮
Post by: safiqul on March 24, 2012, 03:52:04 AM
yes, waiting for windows 8 !