Daffodil International University

IT Help Desk => IT Forum => Topic started by: goodboy on March 21, 2012, 06:38:01 PM

Title: ফেসবুকের পাঁচটি পেইজ, একটি ওয়েবসাইট বন্ধ
Post by: goodboy on March 21, 2012, 06:38:01 PM
http://(http://http.cdnlayer.com/prothomalo1998/resize/maxDim/340x1000/img/uploads/media/2012/03/21/2012-03-21-12-10-43-4f69c543aa936-facebook-logo.jpg)

কার্টুনের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে ফেসবুকের পাঁচটি পেইজ ও একটি ওয়েবসাইট বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ বুধবার এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এই নির্দেশ দেন ও রুল জারি করেন।
ফেসবুকের ওই সব পেইজ ও ওয়েবসাইটটি স্থায়ীভাবে বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে ওই রুলে। স্বরাষ্ট্রসচিব, তথ্যসচিব, পুলিশের মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালক ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যানকে এই নির্দেশ বাস্তবায়ন করতে হবে। আগামী চার সপ্তাহের মধ্যে বিবাদীদের ওই রুলের জবাব দিতে বলা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বাটুল সরওয়ার ও ঢাকা সেন্টার ফর ল অ্যান্ড ইকনোমিকসের অধ্যক্ষ নুরুল ইসলাম আজ এই রিট আবেদনটি করেন।
আবেদনে বলা হয়েছে, ফেসবুকের বেশ কিছু পেইজ, লিংক ও একটি ওয়েবসাইটে কার্টুনের মাধ্যমে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা হয়েছে, যা দেশের সংবিধানের পরিপন্থী।

courtesy: Prothom-Alo.
Title: Re: ফেসবুকের পাঁচটি পেইজ, একটি ওয়েবসাইট বন্ধ
Post by: arefin on March 21, 2012, 10:53:13 PM
Good initiative. There lots of things in this world to fun with. Why these crazy people run after religion, specially Islam?