Daffodil International University
IT Help Desk => Telecom Forum => Topic started by: M Z Karim on March 27, 2012, 11:31:15 AM
-
নকিয়া ফোনে মুক্তিযুদ্ধ
নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধকে তুলে ধরতে নকিয়া নতুন একটি অ্যাপ্লিকেশন (অ্যাপ) চালু করেছে।
একাত্তর নামের এই মোবাইল অ্যাপ নকিয়া স্টোর থেকে ব্যবহারকারীরা যেকোনো সময় বিনা মূল্যে নামিয়ে নিতে পারবেন। পুরো অ্যাপ্লিকেশনে আছে ছয়টি গ্যালারি। গ্যালারিগুলোতে মুক্তিযুদ্ধের পর্যায়ক্রমিক তথ্য ও ছবি তুলে ধরা হয়েছে। মুক্তিযুদ্ধের আগের প্রস্তুতি, ১৯৭১ সালের মার্চ মাস, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, আমাদের বিজয়ের ইতিহাস আছে এই অ্যাপে। এটি সাজানো হয়েছে অনেকটা ভার্চুয়াল জাদুঘরের মতো করে। এ ছাড়া যুদ্ধকালীন ঐতিহাসিক পোস্টার, প্রচারপত্র এবং আমাদের মিত্র বাহিনীর ভূমিকা সম্পর্কে যে কেউ জানতে পারবেন অবলীলায়। এই অ্যাপ্লিকেশনে এই মুহূর্তে প্রায় দুই শতাধিক ছবি এবং তার বর্ণনা রয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সৌজন্যে। পরবর্তী সময়ে আরও তথ্য ও ছবি যোগ হবে এতে। store.ovi.com ঠিকানার অনলাইন দোকান থেকে এ অ্যাপ্লিকেশন নামানো যাবে। নকিয়ার এই উদ্যোগের কারিগরি দিক পরিচালনা করছে এমসিসি লিমিটেড।
Source : Prothom-alo
-
Good initiative...