Daffodil International University
DIU Activities => Events of DIU => One Student One Laptop => Topic started by: Sultan Mahmud Sujon on March 30, 2012, 10:19:55 AM
-
আমি অনেক কেই দেখি বিছানার উপর বা কম্বলের নিচে শুয়ে বসে ল্যাপটপ চালান !দেখবেন খেয়াল করে ল্যাপটপ অনেক গরম হয়ে যায়।যাদের এরকম অভ্যাস তাদের কে সাবধান করছি , এমন বিপদ এর সম্মুখীন হওয়ার আগে সাবধান হয়ে যান ।
(http://s.techtunes.com.bd/tDrive/tuner/shoumik94/115332/553286_245444588885525_167330643363587_482347_550555347_n.jpg?e83a2c)
১.ল্যাপটপ কুলার ব্যাবহার করুন,বিছানায় রাখলে অবশ্যই-যে কোন কম্পিউটার বিক্রি করে এমন দোকানে পাবেন।মার্কেট price-৮০০-৩০০০ টাকা খুব সম্ভবত।এর বেশিও হতে পারে।
***কুলারটা আবার যেন কোন কারণে বন্ধ না হয়ে যায় সে দিকে খেয়াল রাখবেন অবশ্যই।
২.কুলার না থাকলে ল্যাপটপ এর পেছনের অংশের নিচে কোন খাতা বা বই রেখে পিছনের অংশটা উঁচু করে দিন যেন ল্যাপটপ এর built in fan ঠিকমত কাজ করে ল্যাপটপটা ঠাণ্ডা রাখতে পারেলক্ষ্য রাখবেন,বেশি মোটা না হয় যেন।খাতার মত সাইজ হলেই চলবে।আবার সামনে পিছনে ২ই দিকেই দিলে best হবে,তা না হলে আবার বেঁকা হয়ে থাকায় hard disk,DVD-ROM এবং fan এ সমস্যা হতে পারে।দেখবেন ঘরর…ঘরর…করে শব্দ হবে।
৩.লক্ষ্য রাখবেন,কখনই যেন ল্যাপটপ ও যেখানে রাখবেন সেই তলটি একেবারে মিশে না যায়। ***যেভাবেই রাখুন না কেন খেয়াল রাখবেন যেন ফ্যানটা যেন আটকা না পরে।
৪.***ভুলেও কোন প্লাস্টিক এর কাভার যেন এর নিচে না থাকে।
৫.***মনের ভুলেও সারারাত চালু রাখবেন না,এমনকি sleep/hibernate মুডেও নাহ।দরকারে auto-shut-downer ব্যাবহার করুন।
৬.***idm/যে কোন downloader ব্যাবহার করলে অবশ্যই shutdown when download is finished অপশনটি ব্যাবহার করুন।
**এক্ষেত্রে idm5 build14 ব্যাবহার করুন।
-
Thank you for this information.
-
Dear Mr sujon This is very nice post
but may be need front size increase like 13-15
that's shown all pc very clear
really this is very helpful post
-
Already front size 14,
please check it
-
This is excellent post. Thanks a lot...............
-
Thanks a lot for good suggestion