Daffodil International University
Religion & Belief (Alor Pothay) => Islam => Hadith => Topic started by: Sultan Mahmud Sujon on April 06, 2012, 05:46:24 PM
-
সংক্ষিপ্ত বর্ণনাঃ মানব সমাজে ধর্মীয় জ্ঞানশূন্যতার দরুন অনেক ধরনের হঠকারিতাই বিরাজমান। তম্মধ্যে লঘু পাপকে গুরু মনে করা এবং গুরু পাপকে লঘু মনে করা অন্যতম। অনেক তো এমনো রয়েছেন যে, যে কাজ পাপের নয় সে কাজকেও মহাপাপ বলে গণ্য করেন। অন্য দিকে মহাপাপকে কিচ্ছুই জ্ঞান করেন না। ঠিক এরই বিপরীতে কেউ কেউ সামান্য সাওয়াবের ব্যাপারকে ফরযের চাইতেও বেশি মূল্য দিয়ে থাকেন ; অথচ অন্য দিকে তিনি ফরযেরই কোন ধার ধারেন না। তাই আমরা যাতে হারাম ও কবীরা গুনাহ থাকে পরিপূর্ণ জ্ঞান অর্জন করে তা থেকে বেঁচে থাকতে পারি তার জন্যই কুরআনের আলো আজ আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছে শাইখ মোস্তাফিজুর রহমান বিন্ আব্দুল আজিজ কতৃক সম্পাদিত হারাম ও কবীরা গুনাহ বইটির প্রথম পর্ব ।
ডাউনলোড/Download [1.5 MB] (http://www.4shared.com/office/bN9X5kTA/Haram_O_Kobira_Gunah_QA.html)
-
Jazakallahu Khairan.