Daffodil International University
Religion & Belief (Alor Pothay) => Islam => Namaj/Salat => Topic started by: arefin on April 08, 2012, 12:54:54 PM
-
হে ঈমাণদারগণ! তোমরা যখন নেশাগ্রস্ত থাক, তখন নামাযের ধারে-কাছেও যেওনা, যতক্ষণ না বুঝতে সক্ষম হও যা কিছু তোমরা বলছ, আর (নামাযের কাছে যেও না) ফরয গোসলের আবস্থায়ও যতক্ষণ না গোসল করে নাও। কিন্তু মুসাফির অবস্থার কথা স্বতন্ত্র আর যদি তোমরা অসুস্থ হয়ে থাক কিংবা সফরে থাক অথবা তোমাদের মধ্য থেকে কেউ যদি প্রস্রাব-পায়খানা থেকে এসে থাকে কিংবা নারী গমন করে থাকে, কিন্তু পরে যদি পানিপ্রাপ্তি সম্ভব না হয়, তবে পাক-পবিত্র মাটির দ্বারা তায়াম্মুম করে নাও-তাতে মুখমন্ডল ও হাতকে ঘষে নাও। নিশ্চয়ই আল্লাহ তা’আলা ক্ষমাশীল।(nisa-43)
-
আসুন আমরা নিয়মিত সালাত আদায়ে অলসতা না করি। কারণ, ইচ্ছাকৃত সালাত ত্যাগ করলে নিজেকে মুসলমান দাবী করা যায় না।
রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, ব্যক্তি, শির্ক এবং কুফরের মধ্যে সালাত বর্জন করাই হচ্ছে ব্যবধান।
[মুসলিম, ১৫৫]
-
Thanks for the post. Please keep posting other relevant hadiths.
-
Thanks for sharing