ভারতের মুম্বাইয়ে বিশ্বের সবচেয়ে দামী বাড়ী !!
(http://a4.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash3/530717_285768828167199_224727124271370_651073_363310554_n.jpg)
বিশ্বের সবচেয়ে দামী বাড়ীটির খেতাব দখল করে আছে ভারতের মুম্বাইয়ে অবস্থিত আন্তিলা। বাড়ীটির মালিক ভারতের অন্যতম ধনকুবের ও বিশ্বের পঞ্চম ধনী ব্যাক্তি মুকেশ আম্বানি ও তার স্ত্রী নিতা আম্বানি। ২৭ তলা বিশিষ্ট টাওয়ারটি দাঁড়িয়ে আছে ৪০,০০০ হাজার স্কয়ার ফিটের উপর। এতে কার পারকিংএর জন্যই আছে ছয় ছয়টি তলা। প্রত্যেকটি ফ্লোর ভিন্ন ভিন্ন ডিজাইন বিশিষ্ট। টাওয়ারটির স্থপতি ছিলো ডালাস ও লস অ্যাঞ্জেলসের আর্কিটেকচার ফার্ম “পারকিন্স†এবং “উইল অ্যান্ড হিরশ বেডনারâ€।
বল রুম, ক্রিস্টালের ঝাড়বাতি, ৬০০ চাকরবাকর নিয়ে আন্তিলা অন্য সব বাড়ীকে টেক্কা দিয়ে গেছে। ৫৭০ ফিট লম্বা বিশ্বের সবচেয়ে দামী বাড়ীটির আনুমানিক মূল্য ১-২ বিলিওন ডলার।ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে ও জানার সুযোগ করে দিন ।সাথে থাকুন নতুন কে জানুন। ধন্যবাদ