Daffodil International University

IT Help Desk => Create your Own Website => Topic started by: mahbub-web on April 19, 2012, 05:14:17 PM

Title: এনিমেটেড / স্টিল ফেবিকন এড করুন
Post by: mahbub-web on April 19, 2012, 05:14:17 PM
আপনার সাইটে দিন এনিমেটেড বা স্টিল ফেবিকন। সাইটে ফেবিকন এড করার অনেক নিয়ম আছে। সব গুলো বলা সম্ভব নয়। তবে আমি আপনাকে সহজ উপায় বলে দিচ্ছি। এই নিয়মে আপনি সহজেই ফেবিকন এড করতে পারবেন। কোন প্রকার ঝামেলা আপনাকে পোহাতে হবে না।

যাইহোক ফেবিকন আগে তৈরি করে নিন। আপনি যেকোন ফরমেটে ফেবিকন তৈরি করতে পারবেন সেটা হতে পারে *.jpg, *.gif, *.ico ইত্যাদি। তবে আপনার আইকনটি যদি এনিমেটেড হয় তাহলে নিচের কোডটি আপনার সাইটের ট্যাগের নিচে পেস্ট করবেন। আপনি ওয়ার্ডপ্রেস চলালে আপনার থিমের index.php ফাইলটি এডিট করে এই কোড টুকু বসাবেন। তবে থিম পাল্টালে নতুন থিমে আবার এই কোডটি পেস্ট করতে হবে।

1 <link rel="shortcut icon" href="favicon.ico" >
2 <link rel="icon" href="http://diit.info/favicon.gif" type="image/gif" >

কোড সম্পাদনা:
আপনি আপনার জিফ ইমেজটি আগে কোথাও আপলোড করুন। তারপরে সেই ইউআরএল টি দ্বারা রিপ্লেস করুন http://diit.info/favicon.gif এই অংশটুকু। আর আপনি অন্য কোন ফরমেটের ইমেজ দিলে /gif এর gif টি সেই ফাইল ফরমেটের এক্সটেনশোন দ্বারা রিপ্লেস করবেন।

আপনার ফেবিকনটি যদি *.ico মানে স্টিল নরমাল ফরমেটে হয় তাহলে নিচের কোডটুকু পেস্ট করুন। (কোথায় পেস্ট করবেন সেটি আগের মতই)

1 <link rel="shortcut icon" href="favicon.ico" >
কোড সম্পাদনা:
আপনি আপনার আইকনটি আগে কোথাও আপলোড করুন। তারপরে সেই ইউআরএল টি দ্বারা রিপ্লেস করুন favicon.ico এই অংশটুকু।

কোথাও বুঝতে সমস্যা হলে নিচে কমেন্ট করুন