আইসিসির কাছে নিরাপত্তা প্রতিবেদন জমা দেয়নি পাকিস্তান
এই মাসের শেষেই পাকিস্তান সফরে দুটি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। তবে পাকিস্তান সফরের ক্ষেত্রে প্রধান বাধা নিরাপত্তাপ্রশ্ন। আর এ ব্যাপারে এখনো দরকারি পদক্ষেপগুলো ভালোমতো নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে তাদের কী পরিকল্পনা আছে, সেটা এখনো আইসিসিকে জানায়নি পিসিবি।
একটি এক দিনের ম্যাচ ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পাকিস্তানে যাওয়ার কথা বাংলাদেশের। ২৯ এপ্রিল গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠেয় এক দিনের ম্যাচটিতে আইসিসি কোনো নিরপেক্ষ আম্পায়ার ও ম্যাচ রেফারি পাঠাবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে পূর্ণাঙ্গ একটি নিরাপত্তা পরিকল্পনা চেয়েছিল ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। গত সপ্তাহেই এটি জমা দেওয়ার কথা থাকলেও এখনো সেটি জমা দেয়নি পিসিবি। পিসিবির সভাপতি জাকা আশরাফ গতকাল বুধবার বলেছেন, ‘বাংলাদেশ সফরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা ১৬ এপ্রিল সরকারের সংশ্লিষ্ট সব বিভাগে চিঠি পাঠিয়েছিলাম। প্রতিবেদনটি পাঠাতে আমাদের দেরি হয়েছে। আশা করছি এটা আজকেই তৈরি হয়ে যাবে।’
২০০৯ সালের মার্চে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেট বাসে সন্ত্রাসী হামলার পর থেকে আর কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের আয়োজন করেনি পাকিস্তান।