Daffodil International University

Entertainment & Discussions => Sports Zone => Topic started by: goodboy on April 19, 2012, 11:24:53 PM

Title: ক্রিকেট দলের পাকিস্তান সফরে নিষেধাজ্ঞা!!!!!
Post by: goodboy on April 19, 2012, 11:24:53 PM
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফরের ওপর চার সপ্তাহের নিষেধাজ্ঞা আরোপ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচ খেলতে পাকিস্তানে যাওয়ার সিদ্ধান্ত কেন জনস্বার্থবিরোধী বলে বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন।
আজ বৃহস্পতিবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের ওপর শুনানি নিয়ে এ নিষেধাজ্ঞা আরোপ করেন।
চার সপ্তাহের মধ্যে বিবাদী যুব ও ক্রীড়াসচিব, জাতীয় ক্রীড়া পরিষদ ও বিসিবির সভাপতিকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যদের পাকিস্তানে পাঠানোর বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী কামাল হোসেন মিয়াজী ও ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষক খন্দকার দিদার-উস সালাম রিট আবেদনটি করেন। আবেদনে ক্রিকেট দলকে পাকিস্তানে পাঠানোর ওপর নিষেধাজ্ঞা চাওয়া হয়।
আবেদনটি করার পর রিটকারীর আইনজীবী হাসান এম এস আজিম প্রথম আলো অনলাইনকে বলেছিলেন, ২৯ ও ৩০ এপ্রিল ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাকিস্তানে যাওয়ার কথা। কিন্তু গতকাল রাত পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সেখানকার নিরাপত্তা পরিকল্পনার পূর্ণাঙ্গ প্রতিবেদন আইসিসির কাছে দিতে পারেনি। এ ছাড়া পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে, দেশটিতে স্বাভাবিক ও শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসেনি। এ অবস্থায় বিদেশি দলকে খেলতে আমন্ত্রণ জানানো যাবে না।
তাই নিরাপত্তার দিক বিবেচনা না করে, বাংলাদেশের জাতীয় দলকে পাকিস্তানে পাঠানো জনস্বার্থবিরোধী হিসেবে কেন বেআইনি ঘোষণা করা হবে না, এ মর্মে রুল জারির আরজি জানানো হয়েছে।

Source: Prothom Alo.
Title: Re: ক্রিকেট দলের পাকিস্তান সফরে নিষেধাজ্ঞা!!!!!
Post by: goodboy on April 19, 2012, 11:27:10 PM
আইসিসির কাছে নিরাপত্তা প্রতিবেদন জমা দেয়নি পাকিস্তান

এই মাসের শেষেই পাকিস্তান সফরে দুটি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। তবে পাকিস্তান সফরের ক্ষেত্রে প্রধান বাধা নিরাপত্তাপ্রশ্ন। আর এ ব্যাপারে এখনো দরকারি পদক্ষেপগুলো ভালোমতো নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে তাদের কী পরিকল্পনা আছে, সেটা এখনো আইসিসিকে জানায়নি পিসিবি।
একটি এক দিনের ম্যাচ ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পাকিস্তানে যাওয়ার কথা বাংলাদেশের। ২৯ এপ্রিল গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠেয় এক দিনের ম্যাচটিতে আইসিসি কোনো নিরপেক্ষ আম্পায়ার ও ম্যাচ রেফারি পাঠাবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে পূর্ণাঙ্গ একটি নিরাপত্তা পরিকল্পনা চেয়েছিল ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। গত সপ্তাহেই এটি জমা দেওয়ার কথা থাকলেও এখনো সেটি জমা দেয়নি পিসিবি। পিসিবির সভাপতি জাকা আশরাফ গতকাল বুধবার বলেছেন, ‘বাংলাদেশ সফরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা ১৬ এপ্রিল সরকারের সংশ্লিষ্ট সব বিভাগে চিঠি পাঠিয়েছিলাম। প্রতিবেদনটি পাঠাতে আমাদের দেরি হয়েছে। আশা করছি এটা আজকেই তৈরি হয়ে যাবে।’
২০০৯ সালের মার্চে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেট বাসে সন্ত্রাসী হামলার পর থেকে আর কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের আয়োজন করেনি পাকিস্তান।
Title: Re: ক্রিকেট দলের পাকিস্তান সফরে নিষেধাজ্ঞা!!!!!
Post by: sumon_acce on May 16, 2012, 03:31:21 PM
I think its a good decision to cancel the Pakistan tour.