Daffodil International University

IT Help Desk => IT Forum => Topic started by: snlatif on April 21, 2012, 05:04:48 PM

Title: Hacking এড়াতে windows 8 এর pictures password এবং pin password ব্যবহার করুন
Post by: snlatif on April 21, 2012, 05:04:48 PM
মাইক্রোসফট windows 8 এ নিয়ে এসেছে নতুন কিছু features যা windows কে সত্যিই আকর্ষনীয় করে তুলেছে । এই নতুন features গুলোর মধ্যে অন্যতম picture password । অর্থাৎ আপনি picture এর সাহায্যে user account লক করতে পারবেন ।

নিচের ধাপগুলো অনুসরন করে তৈরী করুন picture password ....

১। প্রথমে charms bar window টি open করুন। এরপর setting এ ক্লিক করুন তাহলে pc setting আসবে ।
২। এরপর লেফট পানেল থেকে users option সিলেক্ট করুন । এরপর রাইট পানেল থেকে সিলেক্ট করুন create pictures password ।

৩। এক্ষেত্রে আপনার কাছ থেকে বর্তমানে ব্যবহৃত user password চাইবে ।

৪। এরপর ক্লিক করুন choose picture ।

৫। picture library তে থাকা সকল ছবি দেখাবে । এখন আপনার পছন্দ মত ছবি সিলেক্ট করুন ।
৬। এখন gesture সেট করতে হবে । অর্থাৎ কোন অংশটি password হিসাবে ব্যবহার করবেন টা সেট করতে হবে । gesture সেট করা যায় তিন ভাবে ।
ক) clicks
ছবির বিভিন্ন জায়গায় ক্লিক করতে পারেন তবে ক্লিক করা স্থান গুলো আপনাকে মনে রাখতে হবে ।
খ ) straight lines
 line এর ক্ষেত্রে আপনাকে line এর দৈর্ঘ্য মনে রাখতে হবে ।
গ) circles
আপনাকে circle এর size মনে রাখতে হবে ।

এইতো আপনার কাজ শেষ । তৈরী হয়ে গেলো picture password ।



সাথে আরো থাকছে কিভাবে পিন লগন সেট করতে হয় তার টিপস ।

১। প্রথমে charms bar window টি open করুন। এরপর setting এ ক্লিক করুন তাহলে pc setting আসবে ।
২। এরপর লেফট পানেল থেকে users option সিলেক্ট করুন । এরপর রাইট পানেল থেকে সিলেক্ট করুন create pin ।
৩। এক্ষেত্রে আপনার কাছ থেকে বর্তমানে ব্যবহৃত user password চাইবে ।

৪। এখন চার ডিজিট এর নতুন pin সংখ্যা দিন ।
এখন লগ অফ করুন । এরপর লগ অন করার চেষ্টা করুন দেখবেন আপনাকে তিনটা options দিবে লগ অন করার জন্য ।

Source:Internet
Title: Re: Hacking এড়াতে windows 8 এর pictures password এবং pin password ব্যবহার করুন
Post by: tany on April 22, 2012, 09:15:35 PM
Nice post.... :)
Title: Re: Hacking এড়াতে windows 8 এর pictures password এবং pin password ব্যবহার করুন
Post by: Narayan on April 23, 2012, 12:43:53 PM
wow....good post.
Title: Re: Hacking এড়াতে windows 8 এর pictures password এবং pin password ব্যবহার করুন
Post by: snlatif on April 23, 2012, 03:40:24 PM
Thanks madam... :)
Title: Re: Hacking এড়াতে windows 8 এর pictures password এবং pin password ব্যবহার করুন
Post by: snlatif on April 23, 2012, 03:41:10 PM
thank you, sir....