Daffodil International University

IT Help Desk => IT Forum => Topic started by: arefin on April 23, 2012, 07:49:24 PM

Title: আপনার কম্পিউটার কি নীল পর্দায় আচ্ছন্ন?এই স
Post by: arefin on April 23, 2012, 07:49:24 PM
আজ আপনাদের জন্য একটি টিপস নিয়ে এসেছি। আমরা যারা নিয়মিত কম্পিউটার ব্যবহার করি, তারা হয়ত ব্লু স্ক্রীণটির সাথে মুখোমুখি হয়েছেন? এর মানে হল আপনার হার্ডডিক্স ক্র্যাস করেছে। এক্ষেত্রে আমাদের পড়তে হয় মহা বিপাকে। এর থেকে মুক্তির জন্য আমরা ছুটে যাই পিসি সাভিসিং সেন্টারে। তাই্ না? আর কত টাকা ঢালবেন এই পথে, আর নয়। এবার সমস্যা হওয়ার আগেই সমাধান করে ফেলুন সমস্যাটির!!!

(http://www.coolpctips.com/wp-content/uploads/2011/06/windows-blue-screen-error.png)
এই সমস্যাটির নাম হল blue screen of death (BSOD). মূলতঃ এই সমস্যাটি ঘটে আপনার সিস্টেমের অত্যান্ত প্রয়োজনীয় কোন ফাইলের সমস্যা, বিকৃত, ফাইলটি মুছে যাওয়া বা এর যে কোন অংশের পরিবর্তনের কারণে।

যখন আপনার হার্ডডিক্স ক্র্যাস করে তখন উইন্ডোজ একটি ফাইল তৈরি করে নিজে থেকেই, এর নাম “dumps”. আর এটি জমা হয় :\Windows\Minidump ফোল্ডারে। আর এই ফাইলটি তৈরি হওয়ার সাথে সাথে এটি খুঁজতে খাকে কোন ফাইলটা মুছে গেছে। যখনই আপনার সিস্টেমের ফাইল মুছে যাবে ব্লু স্ক্রীণটি আসবে, আর আপনার জন্য সাথে করে নিয়ে আসবে যে ফাইলটি মুছে গেছে তার পাথ।  আসুন এর সমাধানের জন্য…….
উইন্ডোজ এক্সপির জন্য
My Computer’ >>> Properties এ যান।
এবার প্রোপার্টিজ থেকে Advanced ট্যাবে ক্লিক করুন।
এবার Advanced ট্যাবে এসে ‘Startup and recovery >>>Settings’ এ যান।
(http://blog.nirsoft.net/wp-content/uploads/2010/07/set_minidump1.png)

(http://blog.nirsoft.net/wp-content/uploads/2010/07/set_minidump2.png)
এবার নতুল ডা্য়লগ বক্স থেকে নিচের দিকের Write debugging information>>>Small Memory Dump (64KB)” নির্বাচন করুন।
এবার OK ক্লিক করুন।
ব্যস কাজ শেষ।
Title: Re: আপনার কম্পিউটার কি নীল পর্দায় আচ্ছন্ন?এই
Post by: Narayan on April 27, 2012, 09:29:50 AM
Good tips sir....
Title: Re: আপনার কম্পিউটার কি নীল পর্দায় আচ্ছন্ন?এই স
Post by: tany on May 05, 2012, 11:01:50 AM
good post sir.
Title: Re: আপনার কম্পিউটার কি নীল পর্দায় আচ্ছন্ন?এই স
Post by: ananda on May 15, 2012, 03:55:52 PM
BSOD is a common problem of windows, specially Windows 7 frequently trapped in this problem. Good suggestions!!