Daffodil International University

Bangladesh => Business => Economy => Topic started by: Sultan Mahmud Sujon on April 24, 2012, 12:09:08 PM

Title: 100 BDT Prize Bond do you know
Post by: Sultan Mahmud Sujon on April 24, 2012, 12:09:08 PM
প্রাইজবন্ডকে এক প্রকার প্রাইমারী শেয়ারও বলা হয়। এটা লটারীর টিকেটের মত।আপনি 100 টাকা দিয়ে যদি একটি প্রাইজবন্ড কিনেন তাহলে জানুয়ারী, এপ্রিল, জুলাই, অক্টোবর এর 31 তারিখে লটারীর “ড্র” অনুষ্ঠিত হবে।আপনি “ড্র” এর ফলাফল দেখতে পারবেন পত্রিকায় অথবা বাংলাদেশ ব্যাংকের ওয়েব সাইডে ।

[প্রইজবন্ডের ১ম,২য়,৩য় এবং অন্যান্য পুরুস্কারের amount কত?এবং আরও কিছু কৌতুহলী প্রশ্নের উত্তর পাবেন এই pdf ফাইলে  ডাউনলোড LINK (http://adf.ly/7hK10) ]


আপনি সোনালী ব্যাংক, পোষ্ট অফিস ও ন্যাশনাল ব্যাংক এর যে কোন শাখা থেকে(অফিস টাইমে)100 টাকা মূল্যের যতগুলি মনে চায় প্রাইজবন্ড কিনতে পারবেন।


আবার যে কোন দিন(অফিস টাইমে) সোনালী ব্যাংক, পোষ্ট অফিস ও ন্যাশনাল ব্যাংক এর যে কোন শাখায় আপনি প্রাইজবন্ড জমা দিয়ে , প্রতিটি প্রাইজবন্ডের দাম 100 টাকা করে ফেরত আনতে পারবেন।


এখানে উল্লেখ্য যে, জানুয়ারী, এপ্রিল, জুলাই, অক্টোবর অর্থাৎ যে মাসে ড্র অনুষ্ঠিত হবে সে মাসে সোনালী ব্যাংক, পোষ্ট অফিস ও ন্যাশনাল ব্যাংকে প্রাইজবন্ড পাওয়া যায় না । একমাস আগেই কিনে ফেলতে হয় এবং আপনার ক্রয়কৃত প্রাইজবন্ডটি যতদিন মনে চায় আপনার কাছে রাখতে পারবেন্। উদাহরন: আপনি মার্চ্-2012 সালে একটি প্রাইজবন্ড কিনলেন, এটি আপনি বছরের পর বছর আপনার কাছে রেখে নির্দিষ্ট তারিখগুলোতে (জানুয়ারী, এপ্রিল, জুলাই, অক্টোবর এর 31 তারিখে)যে ড্র অনুষ্ঠিত হবে তার ফলাফল মিলিয়ে দেখতে পারবেন।


 যদি আপনার প্রাইজবন্ড পুরস্কার জিতে তাহলে 2 বছরের মধ্যে সোনালী ব্যাংকে পুরস্কারের জন্য আবেদন করতে হবে।


*********** সবচেয়ে বড় কথা হল 100 টাকা দামের প্রাইজবন্ড এর মূল্য যে কোন দিন যে কোন সময় 100 টাকাই আছে। প্রাইজবন্ডটিকে আপনি সোনালী ব্যাংক, পোষ্ট অফিস ও ন্যাশনাল ব্যাংক এর যে কোন শাখা নিয়ে গেলে 100 টাকাই ফেরত পাবেন।


by parvaz rana
Title: Re: 100 BDT Prize Bond do you know
Post by: Shamim Ansary on April 24, 2012, 02:49:08 PM
Purchasing Prize Bond is a great contribution to the nation's economy; it is also a good scope of savings, which may be in used during need.
Title: Re: 100 BDT Prize Bond do you know
Post by: Sultan Mahmud Sujon on May 02, 2012, 06:37:40 AM
প্রাইজবন্ডের 67 তম ড্র এর ফলাফল দেখে নিন। (ড্র অনুষ্ঠিত হয়েছে 30 এপ্রিল 2012 তারিখে)

http://www.ziddu.com/download/19275165/67thdraw.pdf.html
Title: Re: 100 BDT Prize Bond do you know
Post by: Sultan Mahmud Sujon on May 02, 2012, 06:59:11 AM
Or Click here

http://www.bangladesh-bank.org/investfacility/prizebond/pbsearch.php
Title: Re: 100 BDT Prize Bond do you know
Post by: Shamim Ansary on May 08, 2013, 09:34:59 AM
Check your prizebond number
http://www.bangladesh-bank.org/investfacility/prizebond/pbsearch.php
Title: Re: 100 BDT Prize Bond do you know
Post by: Sultan Mahmud Sujon on May 08, 2013, 03:37:57 PM
Really thanks easy option