Daffodil International University

IT Help Desk => IT Forum => Topic started by: goodboy on April 29, 2012, 02:03:17 PM

Title: ব্ল্যাকবেরির নতুন ‘ক্যান্ডিবার’!!!
Post by: goodboy on April 29, 2012, 02:03:17 PM
(http://http.cdnlayer.com/prothomalo1998/resize/maxDim/340x1000/img/uploads/media/2012/04/29/2012-04-29-06-21-43-4f9cddf7efcbb-blackberry-milan.jpg)

ব্ল্যাকবেরির নির্মাতা রিসার্চ ইন মোশন (রিম) সম্প্রতি নতুন পণ্য তৈরিতে হাত দিয়েছে। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, নতুন এই পণ্য হতে পারে রিমের প্লেবুকের নতুন সংস্করণ। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেট এক খবরে জানিয়েছে, ২০১১ সালে বাজারে আসা প্লেবুকের নতুন সংস্করণটির ঘোষণা চলতি বছরই দিতে পারে রিম। খবর রটেছে, রিম ব্ল্যাকবেরি ১০ অপারেটিং সিস্টেমনির্ভর এই পণ্যের নাম হতে পারে ‘ডেভেলপমেন্ট আলফা’।
উল্লেখ্য, রিমের কিউএনএক্স অপারেটিং সিস্টেম প্লেবুকে ব্যবহার করা হয়। রিম সম্প্রতি ‘ব্ল্যাকবেরি ১০’ নামের নতুন অপারেটিং সিস্টেমের ঘোষণা দিয়েছে।
রিমের এই ‘ডেভেলপমেন্ট আলফা’ ডিভাইসটির তথ্য প্রথম ফাঁস করেছে ‘ক্র্যাকবেরি ফোরামস’ নামের একটি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট। সাইটটির বরাতে এনগ্যাজেট জানিয়েছে, ক্যান্ডিবার আদলের নতুন ডিভাইসটিতে প্লেবুকের সঙ্গে যথেষ্ট সাদৃশ্য থাকবে।